বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের গুম-খুন, অত্যাচার-নির্যাতনের শিকার আহত ও শহীদ ছাত্র-জনতার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এতে বক্তারা বলেন, অচিরেই হত্যা গুম খুনের বিচার করতে হবে।
মঙ্গলবার সকাল ১০ টায় গুম, হত্যা ও নির্যাতন কারীদের বিচার ও ফাঁসির দাবিতে হাজারও শিক্ষার্থী পূবাইল-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে মানবন্ধনে অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক পূবাইল থানা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ রাজিব মিয়া, পূবাইল আদর্শ কলেজ ছাত্রদল নেতা তানভীর ইসলাম শুভ, শিমুল মিয়া, আদিব মোল্লা, সিয়াম মোল্লা, সাব্বির হোসেন, ৪১ নং ছাত্রদল সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক কাউসার হোসেন, ৪০ নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্না খান সাব্বির, ৪২ নং ওয়ার্ড ছাত্রদল সহ সভাপতি আনিস সরকার, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম সরকার ও কলেজ শাখার ছাত্রদল নেতাকর্মীরা।
মানববন্ধনে ছাত্রদল নেতা রাজিব মিয়া বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতা ধরে রাখতে চৌধুরী আলম, ইলিয়াস আলী, তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জাকিরসহ অনেককে গুম করেছে। রাজনৈতিক ও ভিন্ন মতালম্বীদের অত্যাচার নিপীড়ন নির্যাতন করে জেলে রাখাসহ সর্বপ্রকার অবিচার করেছে। দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারসহ অচিরেই ফাঁসি কার্যকর করতে হবে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন