ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।
ঢাবি শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ছিনতাইকারী দুইজন এক ব্যক্তির কাছ থেকে ১ লাখ টাকা নিয়ে বুয়েটের দিকে পালিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম তাদের আটক করে।
প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আমি খবর পেয়েছি। ছিনতাইকালে তাদের আটক কর হয়। তাদেরকে শাহবাগ থানায় হস্তান্তর করতে বলেছি।’
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, দুইজন ছিনতাইকারীকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষা বা ভূক্তভুগি কেউই তাদের বিরুদ্ধে অভিযোগ করেননি। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন