নোয়াখালীর বেগমগঞ্জ যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নুর হোসেন ওরফে মাটি মাসুদের বিরুদ্ধে চৌমুহনী কুরিপাড়ায় তিনতলা ভবন দখল করার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভবনের মালিক কাজল রেখা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজল রেখা বলেন, ‘আমার স্বামীর টাকা ও সংসারের সঞ্চয় দিয়ে ১৯৯৪ সালে চৌমুহনী পৌরসভায় ১৩ শতক জায়গার ৪ শতকের ওপর তিনতলা ভবন তৈরি করে বসবাস করে আসছি। ২০০৭ সালে ছেলেমেয়ের পড়ালেখার উদ্দেশে ঢাকা যাওয়ায় নুর হোসেনকে কেয়ারটেকারের দায়িত্ব দিই। কিছুদিন দায়িত্ব পালন করলেও ২০০৯ সাল থেকে আমাকে বাড়ির ভাড়া পাঠানো বন্ধ করে দেয় এবং একপর্যায়ে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বাড়িটি দখল করে নেয়।’
‘এরপর নিচ তলায় তিনি এবং দোতলায় আরেক আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দিন বসবাস শুরু করেন। আমি এসে চাপ প্রয়োগ করলে সে আমাকে আওয়ামী লীগের নেতা পরিচয়ে বিভিন্ন প্রকার হুমকি দেয়। এ ঘটনায় তৎকালীন মেয়র, এমপি এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালীদের কাছে ধর্না দিয়েও আমি প্রতিকার পাইনি। পরে নানা ভাবে আমাকে চাপ দিয়ে আমার ৬০-৭০ লাখ টাকার প্লট ৩৫ লাখ নির্ধারণ করে এবং মাত্র ৬ লাখ টাকা নগদ দিয়ে কাগজ না করে বাড়ির নাম পরিবর্তন করে আমাকে বলে বাড়ি দখল হয়ে গেছে।’
তিনি বলেন, ‘যদি আমি বাড়াবাড়ি করি তাহলে পরিবারসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। আমি ভীত হয়ে আমার ভাতিজী জুলেখাকে ফোন দিয়ে এনে ওই বাড়ি থেকে বের হয়ে যাই। তখন আমার ব্যবহারের জিনিসপত্র, প্রয়োজনীয় কাগজপত্র কিছুই নিতে পারিনি। একপর্যায়ে অনেকটা আশাহত হয়ে হাল ছেড়ে দেই। তার ভয়ে নোয়াখালীতে আর আসতে পারি নাই। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর ওই সন্ত্রাসী পালিয়ে গেলে আমি এসে আমার বাড়ির দলিল, হোল্ডিং, বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল পরিশোধসহ সকল কাগজ সংগ্রহ করি। নিচতলা ও তৃতীয় তলা উদ্ধার করলেও দোতলা এখনো উদ্ধার করতে পারিনি।’
ভুক্তভোগী সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে ন্যায় বিচার এবং অপরাধীদের আইনানুগ শাস্তির দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে বেগমগঞ্জ যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নুর হোসেন ওরফে মাটি মাসুদের ফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন ৫ আগস্টের পর মাটি মাসুদ পলাতক রয়েছেন।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন