বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’র সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, গোপালগঞ্জের শেখ পরিবার থেকে ওঠে আসা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন প্যাথলজিক্যাল খুনি। হাসিনা যদি প্যাথলজিক্যাল খুনি না হতেন তাহলে তিনি দুই হাজার খুন করতেন না। কোনো জীবনের জন্য যদি তার কোনো সহানুভূতি থাকত তাহলে তিনি এত প্রাণ কেড়ে নিতে পারতেন না। শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে।
শনিবার চট্টগ্রাম বিভাগে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
নগরীর আইস ফ্যাক্টরি রোড়ে অবস্থিত পিটিআই অডিটোরিয়ামে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’র পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের ১০৫ জন শহিদের পরিবারের প্রত্যেকটিকে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়। এ সময় শহিদ পরিবারের সদস্যদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
সারজিস আলম বলেন, ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। এই খুনি বাংলাদেশ পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করে দেশের মানুষকে খুন করেছিল। পুলিশ নামক এই প্রতিষ্ঠানের উদ্দেশে একটি কথা বলতে চাই। আপনাদের পোশাক দেখে এখনও আমাদের মধ্যে ভীতির সৃষ্টি হয়। এর জন্য যেমন খুনি হাসিনা দায়ী, তেমনি আপনাদের ব্যক্তিত্বও দায়ী। ক্ষমতা ও পদের লোভে অনেক পুলিশ পোশাক পরে বাংলাদেশে নানা কুকর্ম করেছেন।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী যদি চাইতো, পাঁচ হাজার মানুষকে পাঁচ তারিখে খুন করে ওই খুনি হাসিনাকে মসনদে বসিয়ে রাখতে পারতো। তারা কিন্তু সেটা করেনি। তারা তাদের প্রতিষ্ঠানের কথা চিন্তা করেছেন। আপানারা শুধু পদবির কথা, ওই খুনির হুকুমের কথা চিন্তা করেছেন।
সমন্বয়ক সারজিস বলেন, খুনিরা নতুন করে ফিরে আসছে। নতুন গল্প লিখছে। যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আমরা দ্বিতীয়বার রাজপথে নেমে জীবন দিতে প্রস্তুত। ৫ আগস্টের আগে যেমন আমরা একসঙ্গে জীবন দিতে প্রস্তুত ছিলাম। খুনিদের বিচার নিশ্চিত করতে এবং সব ষড়যন্ত্র নস্যাৎ করতে আবারো একসঙ্গে জীবন দিতে প্রস্তুত আছি। এ বাংলাদেশে কোনও দালাল, কোনও তোষামোদকারীর আর জায়গা হবে না।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন