নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে নারীসহ দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন।
শনিবার সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকাল সোয়া ১০টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
নিহতরা হলেন ইউপি সদস্য মানিক মিয়া (৫০) ও কল্পনা বেগম (৩৫)। মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান সদস্য এবং কল্পনা বেগম একই ইউনিয়নের সাবেক সদস্য।
আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে ঘিরে রায়পুরার মেথিকান্দা এলাকার যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ হারুনের সমর্থকদের মধ্যে গত কয়েক বছর ধরেই দ্বন্দ চলে আসছিল। এরই জেরে সকালে দুইপক্ষের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের হামলায় আবিদ হাসান রুবেলের সমর্থক মানিক মিয়া ও কল্পনা বেগম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হয়েছে ১০ জন। তারা সবাই রুবেল গ্রুপের সদস্য বলে জানা গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালের দিকে রক্তাক্ত অবস্থায় নরসিংদী থেকে নারীসহ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দু’জন নিহত হয়েছে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে। এই মুহূর্তে এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন