আলোচিত-সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ (এস আলম) ও তার ভাই আবদুস সামাদ লাবুর ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে থাকা সব শেয়ার জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। জনতা ব্যাংকের ১ হাজার ৯৬৩ কোটি টাকার ঋণখেলাপির করা মামলায় রবিবার বিকালে অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, এদিন দুপুরে সাইফুল আলম, তার ভাইসহ ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ হাজার ৯৬৩ কোটি টাকার ঋণখেলাপির অভিযোগে মামলা করে ঢাকার প্রধান কার্যালয় ও নগরের আগ্রাবাদ সাধারণ বিমা ভবন শাখা কার্যালয়ের পক্ষে কর্মকর্তা সত্যজিৎ ঘোষ।
এ নিয়ে অর্থঋণ আদালত চট্টগ্রামের বেঞ্চ সহকারী রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ঋণখেলাপির মামলায় আদালত এস আলমের ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও তার ভাই আবদুস সামাদ লাবুর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে থাকা শেয়ার জব্দের আদেশ দিয়েছেন। এ ছাড়া প্রায় দুই হাজার কোটি টাকার এই ঋণের এত বড় অনিয়ম কীভাবে হলো, সেটি তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করার নির্দেশ দিয়েছেন।’
এস আলম ও আবদুস সামাদ ছাড়া মামলার অন্য বিবাদীরা হলেন তাদের আরেক ভাই রাশেদুল আলম, শহীদুল আলম, এস আলমের স্ত্রী ফারাজানা পারভীন, আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌসসহ তাদের বিভিন্ন প্রতিষ্ঠান।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ফালিয়ে ভারতে চলে যান। তার সরকারের আমলে গত এক দশকে সাইফুল আলম ও তার পরিবারের বিরুদ্ধে ব্যাংক দখল, অর্থ পাচারসহ বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ রয়েছে। এর পেছনে ছিল রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রশ্রয়।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন