রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের সামনে গতকাল ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে বিক্ষোভ করা হয়েছে। প্রতিবাদ কর্মসূচির আগে থেকেই ডেইলি স্টারের সামনে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) কারওরান বাজারে প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনেও একই ব্যানারে অনুরূপ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা।
গতকাল জুমার নামাজের সময় থেকে ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বলেন- প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা দুটি ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। তারা জানিয়েছেন- ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হচ্ছে। ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকা দুটি দেশে ভারতীয় আগ্রাসনে সহায়তা ও শাহবাগী বয়ান তৈরিতে প্রত্যক্ষ ভূমিকা রাখছে। বিক্ষোভকারীরা বলেন- ডেইলি স্টার ও প্রথম আলো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের জঙ্গি বানানোর কারিগর হিসেবে কাজ করে। খবর নিয়ে জানা যায়, গণ অধিকার পরিষদের নেতা তারেকের নেতৃত্বে ডেইলি স্টারের সামনের ফুটপাতে বিক্ষোভকারীরা অবস্থান নেন। তাদের প্ল্যাকার্ডে লেখা রয়েছে- ‘আমরা কে/আমরা দিল্লি স্টার/আমরা কী করি?/আমরা শাহবাগী বয়ান উৎপাদন করি।’ ‘এই বাংলাদেশের যত দুর্গতি/অর্ধেক তার আনিয়াছে আনাম-অর্ধেক তার মতি।’
টপিক
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন