ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন রাত দেড়টায় দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া একটায় চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে।
জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এমপি সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।
সোলায়মান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজি সেলিমের বড় ছেলে। হাজি সেলিম কিছুদিন আগে গ্রেপ্তার হন।
সোলায়মান সেলিমগ্রেপ্তারপুলিশ
জাতীয় থেকে আরও পড়ুন
পুলিশের ঊর্ধ্বতন ২৮ কর্মকর্তাকে বদলি
অনলাইন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ০৯:০১ এএম
Image not found
পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কার্যক্রম অব্যাহত রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৮ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।
প্রজ্ঞাপনে ২৫ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৩ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন