সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান দত্তপাড়া এলাকা থেকে মাথাবিহীন ও দুই হাতের কবজি কাটা অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের প্রায় ১৫০ গজ দূরে পলিথিনে মোড়ানো দুই হাত ও মাথা উদ্ধার করা হয়।
মাথাবিহীন তরুণীর লাশের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে। বিশেষ করে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়েরর পাশে এই ঘটনা হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করে। সামাজিক আমধ্যমের ওই ভিডিওটি দেখে অনেকেই ঘুমাতে পারেননি গত রাতে, অনেকেই দেখেছেন দুঃস্বপ্ন; অনেকের ঘুম ভেঙেছে ভয়বাহ স্বপ্ন দেখে। এমনটাই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নেটিজেনরা।
নিজেকে ‘বহিরাগত’ বলে দাবি কিয়ারার, আপত্তি কার্তিকের! নিজেকে ‘বহিরাগত’ বলে দাবি কিয়ারার, আপত্তি কার্তিকের!
মানিক নামের একজ গণমাধ্যমকর্মী লিখেছেন, ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশে যে লা-শটি পাওয়া গেছে সেই ভিডিও এলো গ্রুপে। এত রাতে গ্রুপে জরুরি কিছু আসছে ভেবে দেখলাম। কিন্তু যা দেখলাম তাতে রাতে আর ঘুম হবে না৷ লাশের মাথা নেই, দুই হাত নেই। সেও হয়তো কোনো বাবা মায়ের আদরের সন্তান। তার জীবনেও হয়তো অনেক গল্প ছিলো, হাসি ছিলো, আনন্দ ছিলো। যারা এই কাজটি করেছে, তারাও হয়তো মানুষের জন্ম। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না এটা বারবার প্রমাণ হয়। আমার গল্প লেখা বন্ধ, ভাবছি দুনিয়াটা গল্পের চেয়ে বেশি অবাস্তব। সেই অজ্ঞাত মেয়েটির পরিচয় নিশ্চিত করে বাবা মায়ের কাছে অন্তত লা-শটি ফিরিয়ে দেয়া হোক। আল্লাহ সবার সহায় হোন।
স্নেহা নামের একজন নিজের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, মানুষ আর মানুষ নেই,অমানুষ এর লাস্ট স্টেজ এ চলে গেছে। গতরাতে ভিডিও টা দেখে ঘুমাতে পারি নাই,শুধু চমকে চমকে উঠেছি। মেয়েদের নিরাপত্তা কোথায়?কে দিবে? এতটা সাইকোপ্যাথ হয় কিভাবে?
এদিকে, গতকাল সোমবার (১২ নভেম্বর) রাতে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের খাগান দত্তপাড়া এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সকালে মোবাইল ট্রাকিং করে নিহতের স্বামী নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নয়নের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রাত ২টার দিকে মাথাবিহীন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কাটা মাথা ও হাত উদ্ধার করে।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত বলেন, রাতে ওই খণ্ডিত মরদেহের মাথাবিহীন দেহ উদ্ধার করা হয়, মরদেহের কবজি থেকে হাত কাটা ছিল। পরে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে মাথা ও দুই হাতের অংশ উদ্ধার করা হয়। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন