পাহাড়ি- বাঙ্গালির মধ্যে পারস্পরিক বিশ্বাস, সম্প্রীতির মাধ্যমেই পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি সম্ভব। এখানে পাহাড়ি বাঙ্গালি সবাই থাকবে। মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
১৮ বছর পর সোমবার নিজ এলাকা রামগড়ে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া এসব কথা বলেন।
তিনি বলেন, হিংসা-হানাহানি আর নয়। পার্বত্য চট্টগ্রাম অবারিত সম্পদ ও সম্ভাবনার স্থান। প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার সঠিকভাবে ব্যবহার করে যেন এখানকার অধিবাসীর ভাগ্যের উন্নয়ন না ঘটে সেজন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র বানচাল করতে পাহাড়ি- বাঙ্গালি সবাইকে পারস্পারিক বিশ্বাস ও আস্থা রেখে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে তিনি বলেন, ‘আওয়ামীলীগের বাধায় আমি আমার জন্মভূমিতে আসতে পারিনি। দীর্ঘ ১৮ বছর পর এসেও রামগড়ের মানুষের ভালবাসায় আমি আপ্লুত।’
সোমবার রাতে রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রামগড় বাস টার্মিনালে অনুষ্ঠিত এ সম্প্রীতি উপজেলা বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহম্মেদ ভূঁইয়া সভাপতিত্ব করেন।
ইত্তেফাক
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন