এবার জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন ফাঁস করলেন আরেক ফ্যাসিস্টদের ভয়াবহ ষড়যন্ত্রের অডিও।ভিডিওতে ঢাকার ডেমরা এলাকার স্বৈরাচারের দোসরদের এক গ্রুপ মিটিংয়ে সোহাগ নামে একজন নেতা বলছেন, আমাদের বিরুদ্ধে যারা যাচ্ছে, কোনো কুত্তার বাচ্চাকেও ছাড় দিব না। আমাদের কোনো আত্মীয় স্বজনকেও ছাড় দেয়া হবে না।
মিটিংয়ে আবদুল জলিল বলেন, একদিকে ট্রাম্প পাস করবে, বিএনপি কিন্তু এত সাহসী নয়। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তারা লোক পাবে না। আমরা ছোট করে করব। আমাদের প্রধান শত্রু হয়ে দাঁড়াবে জামাত-শিবির, হিজবুত তাহরীর। নেতা সোহাগ বলেন, কুত্তা বাচ্চাদের বাংলার মাটিতে কোনো ঠাই না।এদেশে ওদের কোনো ঠাই নেই। কোনো ছাড় দেয়া হবে না।
click here
আবদুল জলিল বলছেন, সমন্বয়ক সারজিস ডেমরা এসে শামসুল হক খান স্কুল, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, একটি মাদরাসায় এসে প্রোগ্রাম করে গেছে। তখন সোহাগ বলেন, আমাদের এগিনেস্টে যারা গেছে, ওই কুত্তার বাচ্চাদের কোনো ছাড় নেই। তালিকা করো। ওদের শিকড় থেকে তুলে ফেলব। আবদুল জলিল বলেন, আপা বলে দিয়েছেন, আত্মীয় স্বজন পরিচিত হলেও ছাড় নেই। আমার আপন ভাই হলেও কোনো ছাড় নেই। এটা একটা স্পষ্ট কথা। সেনাপ্রধান পরিস্থিতির শিকার হয়ে এটা করেছেন বললে সোহাগ সেনাপ্রধান সম্পর্কে বলেন, ওনি নেগেটিভ নন। ওনি নেগেটিভ হলে বা বিট্রে করলে অস্ত্র ঠেকিয়ে পদত্যাগ করতে বাধ্য করতেন। যেটা সচরাচর হয়।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন