তরুণদের দলকানা না হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেছেন, আমাদের দলকানা হওয়া হওয়া যাবে না। তাহলে অভ্যুত্থানের স্পিরিট নষ্ট হয়ে যাবে। কেউ এমন ফ্যাসিস্ট হবে, একেবারে একনায়ক হয়ে যাবে। আপনাদের জন্য যে কাজ করে, সে যেই হোক না কেন তাকে আপনার প্রতিনিধি হিসেবে বেছে নেবেন। আমরা যদি এই জায়গায় সচেতন না হই, তাহলে আর কারা হবে।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে আকস্মিক সফরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার কাজী শাহাবুদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
ক্ষমতার জন্য দেশে গণহত্যা চালানো হয়েছে উল্লেখ্য করে সারজিস আলম বলেন, পুলিশ মুখোমুখি গুলি করেছে। তিন বছরের বাচ্চাকে গুলি করে মারা হয়েছে। কয়েক মাসের বাচ্চাকে গুলি মারা হয়েছে। আমাদের কাছে অনেক বাবা কান্নাকাটি করে।’
এ সময় ১৮ বছর বয়সী হিমেল নামে এক শিক্ষার্থীর মাথায় গুলি লাগার চিত্র শিক্ষার্থীদের সামনে তুলে ধরে তিনি বলেন, এই হিমেলকে সাড়ে তিনশো গুলি করা হয়েছিল। কারণ সে আন্দোলনের সামনে ছিল।
তিনি বলেন, আমরা যারা নতুন প্রজন্মের প্রতিনিধি, যারা আমাদের জন্য কাজ করবে, আমরা তাদের জন্য কাজ করবো। সবাইকে রাজনীতিবিদ হতে হবে এমন না, তবে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে।
এর আগে তিনি ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে তেতুঁলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় সমন্বয়কসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন