রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ মঙ্গলবার অনুষ্ঠিত ইসলামি মহাসম্মেলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঢল নামে অনুষ্ঠানে আগতদের। ঢাবির বিভিন্ন এলাকা তাদের ফেলা ময়লা ও অন্যান্য কর্মকাণ্ড নিয়ে সমালোচনা শুরু হয়। তবে ইসলামি মহাসম্মেলনে আসা কয়েক শ যুবক সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাবি ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন।
সমাবেশে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়া ইমরান নামের এক যুবক বলেন, ‘সম্মেলনে বিশাল সংখ্যক জমায়েত হওয়ায় প্রাথমিকভাবে আমরা সুষ্ঠু পরিচালনা করতে পারিনি। তবে সম্মেলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরে থাকা পলিথিন, কাগজ, বোতলসহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগে সাড়া দিয়ে অন্যান্য স্বেচ্ছাসেবীরাও আমাদের সঙ্গে কাজ করেছেন।’
শুরুতে সম্মেলনে যোগ দেওয়াদের নানা কর্মকাণ্ডের সমালোচনা করা হলেও স্বেচ্ছাসেবীদের এমন উদ্যোগকে স্বাগত জানান অনেকেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আশরেফা খাতুন তার নিজের ফেসবুক প্রোফাইলে পরিষ্কার কার্যক্রমের ছবি শেয়ার করে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলিগের ছেলেরা নোংরা ক্যাম্পাস পরিষ্কারের কাজ করছে। দায় এড়িয়ে গেল না দেখে ভালো লাগলো। ক্যাম্পাস থেকে সমাবেশের লোকজন চলে যাওয়ার পরপরই কাজ শুরু করেছে।’
মুহাম্মদ ইয়াসিন হাসান শাকিল নামের একজন লিখেছেন, ‘সুন্দর চিন্তা ও কর্ম! আপনার সুন্দর কর্মই ইসলামের দিকে দাওয়াহ হতে পারে। আচরণ এবং কাজ সুন্দর করা মানে আপনার ও ইসলামের গ্রহণযোগ্যতা তৈরি করা।’
তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের কিছু ছবি পোস্ট করেছে ‘দ্য বিউটি অব ডিইউ ক্যাম্পাস’ নামক একটি ফেসবুক পেইজ। সে পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, সেন্ট্রাল লাইব্রেরি, টিএসসি, কলাভবন, কার্জন হল ও এর আশেপাশের এলাকা পরিষ্কার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাবলিগের সাথীরা।’
এই পোস্টের মন্তব্যের ঘরে মাসুদ হাসান নামের একজন লিখেছেন, ‘এগুলো অনেকের চোখে পরবেনা। তর্ক পছন্দ নয় তাই একজন ঢাবিয়ানকে মেনশনও করলাম না। দেখি উনার টাইম লাইনে এমন পোস্ট দেখতে পারি কিনা।’
এর আগে, আজ সকাল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে আলেম-ওলামা ও নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন