হত্যাচেষ্টা মামলায় সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে তার মালিকানাধীন গানবাংলা চ্যানেলের কার্যালয়ের সামনে উত্তরা পূর্ব থানা পুলিশ তাপসকে গ্রেফতার করে। তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে পুলিশ। এর শুনানি হবে বুধবার।
এদিকে তাপসকে গ্রেফতার করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন সংগীতশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। এক ফেসবুক পোস্টে তাপসকে ‘অরাজনৈতিক’ ব্যক্তি দাবি করে ঐশী লিখেছিলেন, ‘তিনি (তাপস) তো রাজনৈতিক কেউ ছিলেন না। সাংস্কৃতিক লোককে রাজনৈতিক বানায় দিলেন প্রতিহিংসার জেরে। সত্যকে জেতাতে চাইলে সঠিক তথ্য বের করে উপস্থাপন করেন মানুষের সামনে, যদি সাহস থাকে। সব রহস্য উন্মোচন করে দেন। আল্লাহর ওয়াস্তে এবার সত্যকে জেতার সুযোগ করে দেন! না হলে বৈষম্যই তো হইলো। লাভটা কী হইলো তাহলে?’
তবে তাপসের পক্ষে দাঁড়িয়ে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ঐশী। অনেকেই তার সেই পোস্টের কমেন্টবক্সে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। কেউ কেউ আবার ঐশীকে ‘রাজনৈতিক’ বিষয়ে না জড়ানোর পরামর্শ দিয়েছেন।
কমেন্ট বক্সে শাফি উজ জামান নামে একজন লিখেছেন, ‘জয় বাংলা কনসার্ট এর নামে প্রতিবছর কতটাকা লোপাট করেছেন এটার তথ্য জানেন তার পর গুনগান গেলে ভালো হতো আপু।।এরা জামাই বউ দুটোই মিউজিক এর নামে বিদেশে টাকা পাচার করেছে।’
তারজুমা মনি নামের অপর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘চামচাগিরি কম করো পিও।’
তারেক আজিজ নামে একজন লিখেছেন, ‘ন্যায় সঙ্গতিপূর্ণ বুলি গুলো বিগত বছরে অবহেলিত শিল্পীদের নিয়ে বলা উচিৎ ছিলো....তখন একতরফা জয় বাংলা বলা শিল্পীরা মাঠে ছিলো বাকিদের খবর নিছেন???’
কায়সার আহমেদ নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘তুমি এসবে জড়িও না। তুমি সবসময় সবার প্রিয়। রাজনীতি আলাদা বিষয়। ওই তাপস গ্যাংরা স্রোতে গাঁ ভাসিয়ে চলে।’
প্রসঙ্গত, তাপসের হাত ধরেই সংগীতাঙ্গনে ঐশীর পরিচিত হয়ে ওঠা। তার ক্যারিয়ারে তাপসের অবদানের কথা বিভিন্ন সময় অকপটে স্বীকার করেছেন তিনি। তাপস প্রযোজিত গানবাংলা চ্যানেলের অনুষ্ঠান ‘উইন্ড অব চেঞ্জ’-এ ‘নিজাম উদ্দিন আউলিয়া’সহ বেশকিছু গান গেয়ে শ্রোতামহলে পরিচিতি পেয়েছেন ঐশী। ‘মায়া: দ্য লস্ট মাদার’ সিনেমার ‘মায়া’ গানটির জন্য ২০২০ সালে জাতীয় পুরস্কারও পেয়েছেন এই সংগীতশিল্পী।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন