খুলনায় সাবেক শ্রম ও কর্মসংস্থামন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগনে শেখ আরিফুজ্জামান রূপম (৩৪) গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সকালে মহানগরীর দৌলতপুরের আঞ্জুমান (মসজিদ) রোডে যৌথবাহিনীর অভিযান চলাকালে দৌড়ে পালাতে গিয়ে তিনি গণপিটুনির শিকার হন। আরিফুজ্জামান রূপম আঞ্জুমান (মসজিদ) রোডের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে।
যৌথবাহিনীর একটি সূত্র জানায়, সোমবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত খুলনা মহানগরীর দৌলতপুরের আঞ্জুমান রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রূপম আইনশৃঙ্খলাবহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন জনগণ তাকে ধরে গণপিটুনি দেয়। পরে যৌথবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অভিযান চলাকালে ২৭ বোতল ফেনসিডিল ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে নিহত রূপম র্যাবের হাতে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছিলেন।
ময়মনসিংহে সিএনজি ফিলিং স্টেশনে আগুন, নিহত ১ময়মনসিংহে সিএনজি ফিলিং স্টেশনে আগুন, নিহত ১
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, ‘আমরা শুনেছি, দুই গ্রুপের মারামারিতে একজন আহত হয়। পরে তাকে যৌথবাহিনীর সদস্যরা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আমরা জানতে পারি তার নাম রূপম। পরে হাসপাতাল থেকে আমাদের কাছে রিপোর্ট দিয়েছে, তিনি পাবলিকলি অ্যাসল্ট।’
তিনি আরও বলেন, আরিফুজ্জামান রূপমের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মাদকসহ তিনটি মামলা রয়েছে। সন্ধ্যা পৌঁনে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রূপমের মরদেহ ময়না তদন্তের কাজ চলছিল। ময়নাতদন্ত শেষে রূপমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে ওসি জানান।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন