তাপমাত্রার পারদ ওঠানামা ছিল ৪৩-৪৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রেকর্ডমাত্রার তাপপ্রবাহ, অতিবৃষ্টি, ভারী বৃষ্টি, উজানের ঢলে সৃষ্ট বন্যা, ভূমিধস, বজ্রপাত, ঘন ঘন ভূমিকম্পসহ এবছর বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে দেশের মানুষ। এসব দুর্যোগে মারা গেছে কয়েকশজন। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। ঘরবাড়ি, সরকারি-বেসরকারি স্থাপনা, রাস্তাঘাট, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চলতি নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ১টি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জাগো নিউজকে বলেন, ‘আমাদের দেশে শীতে শৈত্যপ্রবাহ বা একেবারে সর্বনিম্ন তাপমাত্রা থাকে জানুয়ারি মাসে। হয়তো ডিসেম্বরের মাঝামাঝি থেকে উত্তরাঞ্চলে বেশি শীত থাকবে।’
যদিও বিশেজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বছরের পর বছর বাংলাদেশে যে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে, এটা ঠেকানোর উপায় নেই।
জানুয়ারিতে বেশি শীতের অন্যতম কারণ দীর্ঘ সময় ধরে কুয়াশা পড়া। কোথাও কোথাও ১৮ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত কুয়াশা ছিল। ফলে সূর্যের কিরণকাল কমে এসেছে। স্বাভাবিক সময়ে সূর্যের কিরণকাল ৮ থেকে ১২ ঘণ্টা হলেও এখন তা কমে দাঁড়িয়েছে তিন থেকে চার ঘণ্টায়। এতে ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে না পারায় দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেকটাই কমে গেছে। ফলে শীতও বেশি অনুভূত হয়।-আবহাওয়া অধিদপ্তর
জলবায়ু পরিবর্তনের ফলে মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমে যাওয়া নিয়ে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের জিডিপিতে কৃষিখাত যতটা অবদান রাখছে তার এক-তৃতীয়াংশই হারিয়ে যাবে। কৃষিখাতের অবদান ১২ থেকে ১৫ শতাংশের মধ্যে অবস্থান করছে, যেটি কমে ৮ থেকে ১০ শতাংশে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ২০৫০ সাল অব্দি বাংলাদেশের অভ্যন্তরীণ জলবায়ু অভিবাসীর সংখ্যা প্রায় ২ কোটি ছাড়িয়ে যাওয়ার শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইইডি) নামে একটি থিঙ্ক ট্যাংক এক গবেষণা প্রতিবেদনে জানায়, প্রতি বছর বাংলাদেশে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার খরচ হয় কেবল জলবায়ু পরিবর্তনের প্রভাবে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর মেরামত করতে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে মাথাপিছু ৬ হাজার ৬৮০ টাকা প্রতি বছর একটি পরিবারকে শুধু তাদের বাসস্থান মেরামতের জন্য ব্যয় করতে হয়।
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে যে বিরূপ প্রতিক্রিয়া পড়বে, এটা ঠেকানোর উপায় নেই। এটা হবেই। কারণ বিষয়টা হচ্ছে বৈশ্বিক পর্যায়ে। এই যে আশ্বিন মাসেও এত তাপমাত্রা, এগুলো মনিটরিং করতে হবে। নতুন করে মাস্টারপ্ল্যান করে চলতে হবে। আমরা কম কার্বন নিঃসরণ করেও ক্ষতিগ্রস্ত। উন্নত বিশ্বের সঙ্গে আমাদের অ্যাডাপটেশন প্ল্যান করতে হবে।-জলবায়ু বিশেষজ্ঞ ও ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত
বছরের শুরুতে ছিল অস্বাভাবিক শীত
চলতি বছরের জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহ না থাকলেও অস্বাভাবিক শীতের অনুভূতির কথা জানিয়েছিলেন বিভিন্ন স্তরের মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ বছর জানুয়ারিতে বেশি শীতের অন্যতম কারণ ছিল দীর্ঘ সময় ধরে কুয়াশা পড়া। অন্যান্য বছরের তুলনায় এবার দীর্ঘ সময় ধরে ঘন কুয়াশা পড়তে দেখা গেছে। কোথাও কোথাও ১৮ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত কুয়াশা ছিল। আর এই দীর্ঘ সময়ের কুয়াশার কারণে সূর্যের কিরণকাল কমে এসেছে। স্বাভাবিক সময়ে সূর্যের কিরণকাল ৮ থেকে ১২ ঘণ্টা হলেও এখন তা কমে দাঁড়িয়েছে তিন থেকে চার ঘণ্টায়। এতে ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে না পারায় দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেকটাই কমে গেছে। ফলে শীতও বেশি অনুভূত হয়।এপ্রিলে ছিল ৭৬ বছরের রেকর্ড তাপপ্রবাহ ও সর্বোচ্চ তাপমাত্রা
চলতি বছরের এপ্রিল মাসে স্মরণকালের ভয়াবহ তাপদাহ ভুগিয়েছে দেশের মানুষকে। তাপমাত্রা উঠে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। এ বছর ৩০ এপ্রিল চুয়াডাঙ্গা জেলায় ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা গত ২৯ বছরে সর্বোচ্চ। এর আগে ১৯৯৫ সালের ১ মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও এবার এপ্রিল মাসে টানা ২৬ দিন যে তাপপ্রবাহ হয়েছে, তা গত ৭৬ বছরে হয়নি। তীব্র তাপদাহে এই বছর মৃত্যুর সংখ্যাও বেড়েছে। শুধু এপ্রিলেই মারা গেছে প্রায় ১৫ জন মানুষ।
জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে হলে স্থানীয় জলাধার সংরক্ষণ, বৃক্ষরোপণ বাড়ানো, শহরে পর্যাপ্ত খোলা জায়গা রাখা, ভবন নির্মাণে চারপাশ খালি রাখা, জীবাশ্ম জ্বালানি কমিয়ে আনা দরকার। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো ও দূষণ-দখল বন্ধ করতে হবে।-অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান
দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় রিমাল
শুধু তাপপ্রবাহ নয়, সেটি না পেরোতেই সাগরে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় রিমাল দীর্ঘক্ষণ বাংলাদেশে অবস্থান করে ক্ষতির মাত্রা বাড়িয়ে দেয়। ২৬ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল নাগাদ স্থলভাগ অতিক্রম করে এই ঝড়। ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার পর থেকে প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে। রিমাল বিপজ্জনক সাইক্লোন ছিল না। কিন্তু তারপরও এর এত দীর্ঘ স্থায়িত্বকাল ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেয়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের ৭ জেলায় ১৬ জন মানুষ মারা যায়। রিমালের তাণ্ডবে উপকূলের ছয় জেলার ১৫টি উপজেলায় ৬৯ হাজার ৭৮৮ মেট্রিক টন মাছ ভেসে গেছে। এছাড়াও অতিবৃষ্টিতে ১ লাখ ৭১ হাজার ১০৯ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, রিমাল দীর্ঘস্থায়ী হওয়ার অন্যতম কারণ হলো জলবায়ু পরিবর্তন। এছাড়াও বৈশ্বিক উষ্ণতার কারণে বঙ্গোপসাগরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি ভূমির তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে। এ দুইয়ের গরমিলের কারণে এটির শক্তিমাত্রা বৃদ্ধি পেয়েছে। রিমালের তাণ্ডবে উপকূলীয় ১৯টি জেলার প্রায় ৪৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌনে দুই লাখ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।উজানে রেকর্ড বৃষ্টিতে দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা
চলতি বছর আকস্মিক বন্যায় চরম ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষ। এর আগে সর্বশেষ ১৯৮৮ সালে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিলেন ফেনীর মানুষ। গত ৩৬ বছরে অনেকবার বন্যা হলেও এ ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয়নি তাদের। সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, যা জিডিপির দশমিক ২৬ শতাংশ। এরমধ্যে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জেলা হিসাবে নোয়াখালীতে সবচেয়ে ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ হাজার ১৯১ কোটি টাকা।
দেশে অতিবৃষ্টিতে ২ মাস স্থায়ী ছিল নোয়াখালী-লক্ষ্মীপুরের বন্যা
চলতি বছরে ফেনীতে বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হলেও টানা ২ মাসের বেশি যাবত বন্যার পানিতে সীমাহীন কষ্টে জর্জরিত ছিল নোয়াখালী-লক্ষ্মীপুরের ২০ লাখেরও বেশি বাসিন্দা। আগস্ট মাস থেকে কিছুদিন পরপর সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ ছিল এ অঞ্চলের বাসিন্দাদের জন্য। আবহাওয়াবিদরা বলছেন, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের রেকর্ড বৃষ্টি এই অঞ্চলের বন্যা পরিস্থিতি দীর্ঘায়িত করেছে।
পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, নোয়াখালীতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, যা বিগত ২০ বছরেও হয়নি। অন্যদিকে, এই পানি নিষ্কাশন না হওয়ায় বন্যা পরিস্থিতিকে আরও অবনতি করেছে।
জলবায়ু বিশেষজ্ঞরা কী বলছেন
জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষজ্ঞ ও ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত জাগো নিউজকে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের ইনটেনসিটি, ফ্রিকোয়েন্সি, টাইমিং, ন্যাচার সবই এখন বদলাচ্ছে। এটা পৃথিবীজুড়েই হচ্ছে। বৈশ্বিক তাপমাত্রা দেড় ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা ৩ ডিগ্রিতে যখন উঠবে, তখন সবকিছু আন প্রেডিকটেবল হয়ে যাবে। ফলে পূর্বাভাস দেওয়াও অসম্ভব হয়ে পড়বে।
বিজ্ঞাপন
এই জলবায়ু বিশেষজ্ঞ আরও বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে যে বিরূপ প্রতিক্রিয়া পড়বে, এটা ঠেকানোর উপায় নেই। এটা হবেই। কারণ বিষয়টা হচ্ছে বৈশ্বিক পর্যায়ে। এই যে আশ্বিন মাসেও এত তাপমাত্রা ছিল, এগুলো মনিটরিং করতে হবে। গতানুগতিক হলে চলবে না। নতুন করে মাস্টারপ্ল্যান করে চলতে হবে। আমরা কম কার্বন নিঃসরণ করেও ক্ষতিগ্রস্ত। উন্নত বিশ্বের সঙ্গে আমাদের অ্যাডাপটেশন প্ল্যান করতে হবে।
দুর্যোগে তীব্র খাদ্য সংকট
আইনুন নিশাত বলেন, ২০১৭ সাল থেকে দুই থেকে তিনটি বন্যায় ফসল উৎপাদন কমেছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে পরাগায়ন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই যে বছরজুড়ে প্রাকৃতিক দুর্যোগগুলো গেলো এতে সবচেয়ে বড় বিষয় হলো খাদ্য নিরাপত্তার শঙ্কা। আবার বন্যার সময় আমন ধান লাগাতে পারেনি লাখ লাখ কৃষক। এই মৌসুমী ফসলগুলোর বীজ লাগানোর একটা সময় রয়েছে। নির্দিষ্ট সময়ে বীজ না লাগালে ভালো ফসল হয় না। এ বছর নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে যে বন্যা হলো কৃষি মন্ত্রণালয়ের কাজ ছিল রংপুর, দিনাজপুর অঞ্চল থেকে ধানের চারা এনে এই অঞ্চলের জন্য প্রস্তুত রাখা যেন পানি নামার সঙ্গে সঙ্গে চারা রোপণ করতে পারে। কিন্ত তারা সেটি করেনি। এখন জরুরি হলো দুর্যোগের কারণে ফসলের ধরন পর্যায়ক্রম বদলাতে হবে।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন বিশ্বজুড়ে। ফলে একের পর এক হিটওয়েভ (তাপপ্রবাহ), কোল্ডওয়েভ (শৈত্যপ্রবাহ), ভারী বৃষ্টিপাত, সাগরে ঘূর্ণিঝড়, আকস্মিক বন্যা হচ্ছে। এগুলো সব আবার কাঙ্ক্ষিত। কোনোটি খুব বেশি অনাকাঙ্ক্ষিত নয়। এসব আভাস আগে থেকে জানা ছিল। অন্যদিকে, জলবায়ুর যে পরিবর্তন, সেটির সঙ্গে সঙ্গে স্থানীয় পরিবেশ বিধ্বংসী যে কার্যকলাপ সেগুলো জলবায়ু পরিবর্তনকে আরও বিরূপ পরিস্থিতির দিকে নিচ্ছে। এ ধরনের পরিস্থিতি স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন জাগায়।
দুর্যোগ মোকাবিলায় করণীয়
জলবায়ুর বৈরী প্রভাব মোকাবিলা করতে কামরুজ্জামান বলেন, জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে হলে স্থানীয়ভাবে জলাধার সংরক্ষণ, বৃক্ষরোপণ, শহরে পর্যাপ্ত খোলা জায়গা রাখা, ভবন নির্মাণে চারপাশ খালি রাখা, জীবাশ্ম জ্বালানি কমিয়ে আনা দরকার। নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো ও দূষণ-দখল বন্ধ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ও ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, বছরজুড়ে প্রাকৃতিক দুর্যোগের প্রাকৃতিক কারণ তো রয়েছে। এর সঙ্গে মানবসৃষ্ট কারণটা উদঘাটন করা জরুরি। আমরা দেশে যে পরিমাণ বায়ুদূষণ করি, যার ফলে ঘন কুয়াশা বেড়েছে। রোগ বালাই বেড়েছে। অতিবৃষ্টি প্রাকৃতিক তবে পরবর্তী ওই অঞ্চলের ড্রেনেজ সিস্টেম, খাল ভরাট, অপরিকল্পিত মাছের ঘের করে জলাবদ্ধতা সৃষ্টিতে বন্যা দীর্ঘস্থায়ী হয়।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন