কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জেরে স্বপন আহমেদ (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আরো একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের বাল্লক এলাকায় হামলার ঘটনা ঘটে। নিহত স্বপন আহমেদ বাল্লক এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে।
তিনি ঢাকায় ব্যবসা করতেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত অপর যুবকের নাম মোফাজ্জল হোসেন সোহেল। তিনিও একই এলাকার বাসিন্দা।
নিহত স্বপন আহমেদের ভাই আক্তার হোসেন বলেন, শনিবার সকালে পাশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কইকলা এলাকায় আমার চাচাতো ভাই শাহজালালের সঙ্গে আমাদের এলাকা রামচন্দ্রপুর গ্রামের প্রয়াত তৈয়ব আলীর ছেলে সালাউদ্দিনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে বিকেলে সালাউদ্দিন, তার ভাই আবুল হোসেনের নেতৃত্বে চিহ্নিত মাদক কারবারিরা দেশীয় অস্ত্র নিয়ে শাহজালালের বাড়িতে হামলা চালায়।
এ সময় শাহজালালের ভাই মোফাজ্জল হোসেন সোহেল এবং আমার ভাই স্বপন আহমেদ হামলাকারীদের বাধা দিলে তারা দুজনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। একপর্যায়ে ওই মাদক কারবারিরা তাদের দুজনকে কুপিয়ে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় আমার ভাই স্বপন আহমেদকে মৃত ঘোষণা করেন।
অবস্থা বেশি খারাপ হওয়ায় মোফাজ্জল হোসেন সোহেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন