সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বাজার বাস স্ট্যান্ড এলাকার নিউমার্কেট নামক একটি শপিং মলের সামনে থেকে এক ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
নিহত ওই ব্যক্তির নাম মো. আরশাদুজ্জামান (৪৫)।
তিনি রংপুর জেলার তারাগঞ্জ থানার মধ্য হারিয়াকুঠি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। আরশাদুজ্জামান সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় ব্যবসা করতেন বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আরশাদুজ্জামান ভোররাতে ঢাকাগামী একটি দুরপাল্লার বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার পথ আটকে দাঁড়ায়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
পরে স্থানীয়রা ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের রক্তাক্ত মৃতদেরকে উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত আরশাদুজ্জামান একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়া অভিযোগ করেন, প্রায় প্রতিদিনই সাভার বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দূর-দূরান্ত থেকে যাত্রীরা বাসে করে সাভারে এসে নামার পরই বেশি দুর্ঘটনার স্বীকার হচ্ছেন। এ ছাড়াও ফাঁকা মহাসড়ক দিয়ে হেঁটে অথবা রিকশায় যাওয়ার পথে এবং বিভিন্ন অলিগলিতেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইকারীরা পথচারীদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নেওয়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে ফেলে রেখে যায়। বর্তমানে আতঙ্কিত জনপদে পরিণত হয়েছ সাভার।
এসব বিষয়ে প্রশাসনের নজরদারি বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের ধরতে সারাশি অভিযান পরিচালনার দাবি জানান তারা।
সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, নিহতের রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার মৃত্যু হতে পারে। তাই শপিং মলসহ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মনসুর সুপার মার্কেটের সামনে পরিবারের সদস্যদের সঙ্গে গাড়ির জন্য অপেক্ষা করার সময় দক্ষিণ কোরিয়া প্রবাসী এক নারীর কাছে থাকা দুটি পাসপোর্ট, দুটি গ্রিন কার্ড, মোবাইল ফোন, স্বর্ণের আংটি, ব্রেসলেট ও চেইনসহ ৮ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় অস্ত্রধারী ছিনতাইকারীরা। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত পুলিশ ছিনতাই হওয়া মালামাল উদ্ধার কিংবা ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন