রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত দুই যুবকের নাম নাসির বিশ্বাস (২২) ও মুন্না হাওলাদার (২৩)। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় বুদ্ধিজীবী কবরস্থান ১ নম্বর গেটের পাশে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মুন্নার।
ঢাকা টাইমসকে দুই যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান।
তিনি বলেন, পূর্বশত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত মুন্নার নামে ঢাকা ও ঢাকার বাইরে ৭/৮ টি মামলা রয়েছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।
জানা গেছে, নাসিরের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম বালিগ্রামে। বর্তমানে নাসির হাজারীবাগ রায়েরবাজার বাড়ৈই খালী ১২ নম্বর রোডে থাকতেন। তিন বোন-পাঁচ ভাইয়ের মধ্যে নাসির চতুর্থ। আর মুন্না হাওলাদারের বাড়ি পটুয়াখালীতে। তার বাবার নাম বাবুল হাওলাদার। তিনিও রায়েরবাজারের বাড়ৈই খালী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
ঢাকাটাইমস
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন