রাজধানীর বকশিবাজার মোড়ে দায়িত্বরত এক ট্রাফিক কনস্টবলকে মারধর করেছে প্রাইভেট কার আরোহী অজ্ঞাতনামা কয়েকজন ব্যাক্তি। সিগনাল ছাড়তে দেরি হওয়ার কারণে সাখাওয়াত (৩২) নামে ওই পুলিশ সদস্যকে মারধর করা হয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেমার) বেলা ২টার দিকে এই মারধরের ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, বেলা পৌনে ৩টার দিকে ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেলের নিউরোসার্জারির ৯৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা জানান, সাখাওয়াতের শরীরে কিলঘুষির আঘাত রয়েছে। আর মোবাইল ফোন দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। মাথায় কিছুটা কেটে গেছে। তবে সেলাই লাগেনি। ড্রেসিংয়ের পর ব্যান্ডেজ করে তাকে ছেড়ে দেয়া হয়েছে৷ তবে তার অবস্থা শঙ্কামুক্ত।
পুলিশ সূত্রে জানা যায়, বকশিবাজার মোড়ে ট্রাফিক কন্ট্রোলের ডিউটি করছিলেন সাখাওয়াত। তখন অন্যান্য গাড়ির সাথে একটি প্রাইভেটকার সিগনালে আটকে ছিল। এতে গাড়িটির চালক ও আরোহীরা পুলিশ সদস্যর উপর চড়াও হয়। তাদের গাড়ি কেনো ছাড়া হচ্ছে না, এটি নিয়ে তর্কতর্কির এক পর্যায়ে সাখাওয়াতকে কিলঘুষি মারে এবং মোবাইল ফোনন দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এর পরপরই গাড়ি নিয়ে পালিয়ে যায় তারা। সহকর্মীরা আহত সাখাওয়াতকে হাসপাতালে নিয়ে যান।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন