বরিশালের মুলাদীর অপহৃত কিশোরীকে ঢাকায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে মুলাদী থানা পুলিশ ঢাকার হাজারীবাগ এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করেন। অপহরণ ও নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ লিজা খান নামের এক নারীকে আটক করেছেন। ক্রিকেটার পরিচয় দিয়ে কিশোরীদের ফাঁদে ফেলে অপহরণ করতেন তিনি।
লিজা খান মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের মুজাম্মেল খানের মেয়ে। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন নারী ক্রিকেটার পরিচয়ে কিশোরী মেয়েদের অপহরণ ও পাশবিক নির্যাতন করতেন বলে দাবি করেছে পুলিশ।
অপহৃত কিশোরীর মা জানান, তার মেয়ের (১৭) সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিজা খানের সঙ্গে পরিচয় হয়। লিজা খান নিজেকে একজন নারী ক্রিকেটার পরিচয় দিয়ে তার মেয়ের সঙ্গে সখ্য গড়ে তোলে। গত ২৯ জানুয়ারি লিজা খান মোবাইল ফোনে ডেকে ঢাকায় নিয়ে কিশোরীকে নির্যাতন করে। ওই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গত ৩০ জানুয়ারি বরিশাল শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
মুলাদী থানার উপপরিদর্শক মো. সোহেল জানান, কিশোরীর মায়ের মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সোমবার অভিযান চালিয়ে হাজারীবাগ এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং লিজা খানকে আটক করা হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, লিজা খান নারী ক্রিকেটার পরিচয়সহ বিভিন্ন পরিচয় দিয়ে কিশোরীদের ফাঁদে ফেলে অপহরণ করে আসছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বরিশাল আদালতে হাজির করা হবে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন