বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বানে আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ৩০টি ছাত্রসংগঠনের নেতাকর্মীদের বৈঠক হয়েছে। সে বৈঠকে দাওয়াত পায়নি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
জানা যায়, সভায় শিবিরের ‘গুপ্ত রাজনৈতিক ক্রিয়াকলাপের’ সমালোচনা করেন অনেক নেতাকর্মী। আবার অনেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের 'স্বেচ্ছাচারিতার' সমালোচনা করেন।
সভাটি বিকেল চারটায় শুরু হয়ে প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা অবধি চলে। এটি গ্লোরিয়াস পার্টি সেন্টার, কাঁটাবনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত একাধিক ছাত্রনেতা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সভায় সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য, জাতীয় ছাত্র কাউন্সিল গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মিলিতভাবে আহ্বান জানায় ছাত্রসংগঠনগুলো। কাঠামোগত সংস্কার দ্রুত শেষ করে ছাত্রসংসদ নির্বাচনের দাবি জানানো হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দীর্ঘ সাড়ে ১৫ বছর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে, তাদের নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি।’
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেদের রাজনৈতিক ছাত্রসংগঠন মনে করে না, তাই তাদের দাওয়াত দেওয়া হয়নি। এখানে শুধু রাজনৈতিক সংগঠনগুলো ছিল। আর শিবিরের ব্যাপারে অনেকের আপত্তি থাকায় তাদের দাওয়াত দেওয়া হয়নি।’
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন