জাতীয় পার্টির রওশন এরশাদপন্থীদের মহাসচিব কাজী মামুনুর রশীদ ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার তাকে রাজধানী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু।
তিনি বলেন, কাজী মামুনুর রশীদের বিরুদ্ধে একটা ধর্ষণ ছিল, সেই মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আদালতে জামিন আবেদন করলেও তা মঞ্জুর হয়নি। ফলে তিনি কারাগারেই আছেন।
রওশনপন্থী নেতা কাজী মামুনুর রশিদের বিরুদ্ধে চাকরির আশ্বাসে এক গৃহবধূকে ধর্ষণ; পরে ধর্ষিতার ছেলেকে অপহরণের অভিযোগ উঠেছিল। পুলিশ দিয়ে ছেলেকে উদ্ধারের পর পক্ষাঘাতগ্রস্ত স্বামী আর ছেলে নিয়ে মামুনের ভয়ে নিরাপত্তাহীনতায় দিনযাপন করছেন জানিয়ে গত বছর ওই নারী সংবাদ সম্মেলন করেছিলেন।
সংবাদ সম্মেলন তিনি অভিযোগ করে বলেছিলেন, 'চাকরির আশ্বাস দিয়ে কাজী মামুন আমাকে জোর করে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা হলেও পুলিশের নাকের ডগায় আসামি মামুন ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে, পক্ষাঘাতগ্রস্থ স্বামীকে নিয়ে অসুস্থ শরীরে অসহায় অবস্থায় আসামি মামুনের হুমকির মুখে দিনযাপন করছি। সে আমার ছেলেকে অপহরণ করে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দেয়। র্যাবকে জানানোর পর ছেলেকে পাওয়া গেলেও ধর্ষণ ও অপহরণের ঘটনায় কাজী মামুনকে ধরছে না পুলিশ'।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন