প্রায় ১৩ মাস ধরে গাজ্জায় অবিরাম হামলা চালিয়ে ৪৩ হাজারেরও অধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। নৃসংশ এই বর্বরতার কারণে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এমতাবস্থায় অবৈধ এই দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, আরও কিছু আরব দেশের সাথে শান্তি চুক্তি চায় ইসরাইল। গাজ্জায় চলমান যুদ্ধ শেষ হলে এই চুক্তিতে পৌঁছানোর আশা করছেন তিনি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রক্সি হামাস এবং হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শেষ হলে আরও আরব দেশের সাথে শান্তি চুক্তিতে পৌঁছানোর আশা করছেন নেতানিয়াহু।
পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, যেদিন হামাস আর গাজ্জা নিয়ন্ত্রণ করবে না এবং হিজবুল্লাহ আর আমাদের উত্তর সীমান্তে থাকবে না, আমরা তেমন দিনের জন্য এই দুটি ফ্রন্টকে স্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে কাজ করছি। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরের দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
তিনি বলেন, আমি ঐতিহাসিক আব্রাহাম চুক্তি স্বাক্ষরের কয়েক বছর আগে যে প্রক্রিয়াটির নেতৃত্ব দিয়েছিলাম তা চালিয়ে যেতে এবং আরও কিছু আরব দেশের সাথে (চুক্তির মাধ্যমে) শান্তি অর্জন করার আকাঙ্ক্ষা করছি।
তিনি আরও বলেন, এই দেশগুলোসহ অন্যান্য দেশ স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, যারা আমাদের ওপর হামলা চালায় — ইরানের অশুভ অক্ষ, আমরা তাদের ওপর আঘাত হানছি। এসব দেশ আমাদেরই মতো একটি স্থিতিশীল, নিরাপদ এবং সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের আকাঙ্ক্ষা পোষণ করে।
এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালে হওয়া চুক্তির অধীনে ইসরাইল চারটি আরব দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছিল। দেশগুলো হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন, মরক্কো এবং সুদান। তারপর থেকে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল অন্যান্য দেশগুলোকেও- বিশেষ করে সৌদি আরবকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে। যদিও রিয়াদ বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন