‘স্যুট অ্যাট সাইট’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেখা মাত্র নির্বিচারেগুলি করতে বলা হয়েছিল আন্দোলনকারীদের। কে বলেছিলেন? ওবায়দুল কাদের। সেই ওবায়দুল কাদের কোথায়? সংবাদমাধ্যম পেলেই বকবক করা যার অভ্যাস সেই কাদের যে পালিয়েছেন, লুকিয়েছেন এটা সবাই জানেন।
গত ৫ আগস্ট থেকে অদ্যাবধি তাকে প্রকাশ্যে কোথাও কেউ দেখেনি। ওবায়দুল কাদেরকে নিয়ে ধোঁয়াশা কাটছে না কোনোভাবেই। কাদের কি ভারতে পালিয়ে গেছেন? না-কি দেশেই লুকিয়ে আছেন। এ নিয়ে পরস্পরবিরোধী খবর প্রকাশ হয়েছে একাধিক গণমাধ্যমে।
আওয়ামী লীগ সরকারের বহুল বিতর্কিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কলকাতার একটি পার্কের রেস্টুরেন্টে দেখা গেছে অতি সম্প্রতি। পাসপোর্ট বাতিল হওয়া ও ইমিগ্রেশন পার হতে নিষেধাজ্ঞা মাথায় নিয়ে হাজার-হাজার নিরীহ ছাত্র-জনতা খুনের অন্যতম মাস্টার মাইন্ড আসাদুজ্জামান খান কামাল কিভাবে ভারত গেলেন সেই রহস্য অবশ্য অধরা।
কিন্তু ওবায়দুল কাদের কোথায়? ঢাকা টাইমসের সূত্র বলছে, খুব কাছের লোকজনকে দিয়ে খোদ ওবায়দুল কাদেরই প্রচার করিয়েছেন তিনি ভারতে সটকে পড়েছেন। এটি আসলে সকলের দৃষ্টি এড়ানোর কৌশল। কিন্তু ওবায়দুল কাদের আসলে দেশেই আছেন। গোপন স্থানে আছেন। ওবায়দুল কাদের না-কি অতি ঘনিষ্ঠ কয়েকজনকে আগে থেকে বলেও রেখেছেন তিনি বাংলাদেশ ছাড়বেন না।
তাহলে ওবায়দুল কাদের আসলে নিরাপদেই বা কিভাবে থাকেন। শেখ হাসিনার পর ওবায়দুল কাদেরকেই বিরোধী মত দমন, হামলা-মামলা-নির্যাতন, গুম-অপহরণ ও নির্বিচারে মানুষ খুনের জন্য দায়ী করেন সব মহল।
আর সেই ওবায়দুল কাদেরই কি-না অধরা! যতই প্রচার পাক না কেন যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সীমান্তের কোনো এক জায়গা দিয়ে কাদের ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছেন। সেটি কতটা সত্য তা কেউই এখনো নিশ্চিত করতে পারেননি। এমনকী ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, এমপি একে অপরের সঙ্গে যোগাযোগ থাকলেও ওবায়দুল কাদেরের সঙ্গে কারো কোনো যোগাযোগ হয়নি বলে নিশ্চিত হয়েছে ঢাকা টাইমস।
ধূর্ত কাদের গেলেন কোথায়? আছেন কোথায়? বাকপটু কাদের, মিডিয়া ক্রেজি কাদের গর্তেই বা লুকিয়ে থাকবেন কতদিন? হয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হবেন অথবা বিদেশে পালিয়ে গেলে প্রকাশ্য হবেন। এই রহস্যের কূল-কিনারা মিলবে। কিন্তু কাদেরের হাতে কোটি কোটি টাকার ঘড়ি, দামি জুতা-স্যুট কোথা থেকে আসত? কে জোগান দিতেন এসবের টাকা? সেই রহস্য উন্মোচিত হবে কি?
(ঢাকাটাইমস
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন