প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসেছেন এক ইন্দোনেশীয় তরুণী। তার নাম নাজিফা মুনজারিন সিনতা। কুমিল্লার তরুণ আহাম্মদ উল্যাহ ইমতিয়াজ অপুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন।
৪ অক্টোবর দুপুরে কুমিল্লা নগরীর হোটেল এলিট প্যালেসের কনভেনশন হলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এর আগের রাতে নগরীর উইন্ড কনভেনশন সেন্টার ও পার্টি সেন্টারে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন সিনতা।
সিনতা ইন্দোনেশিয়ার মেডান রাজ্যের তেবিংতিংগি এলাকার বাসিন্দা উইলিয়াম সিনাগা ও মাসনিয়ার ডুলকের মেয়ে। তিনি মালয়েশিয়ায় একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি খ্রিস্ট ধর্মের অনুসারী। বাংলাদেশে প্রবেশের পর ইসলাম গ্রহণ করেন। মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে পড়ানো হয়।
বর অপু কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার শামসুদ্দিন আহাম্মদ ও ফরিদা ইয়াসমিনের ছেলে।
অপু দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাস জীবনে আছেন। সেখানে চাকরির সুবাদে পরিচয় হয় একই কোম্পানিতে কর্মরত সিনতার সঙ্গে। বন্ধুত্ব হয় দুজনের। পরে প্রেম থেকে পরিণয়।
সিনতা বলেন, তার পরিবার ইন্দোনেশিয়ায় বসবাস করেন। তিনি পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন। তবে ইন্দোনেশিয়ায় ফেরার পর সে দেশের রীতি অনুযায়ী আবার বিয়ের আনুষ্ঠানিকতা পালন করা হবে তার পরিবারের পক্ষ থেকে।
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন