বড় অন্যায় হয়েছে কবির সাথে। তিনি তার লেখায়, কথায়, কর্মকান্ডে ইসলাম বিদ্ধেশী ছিলেন তার জঅবদ্ধশায় কেউ তাকে চেষ্টা করে পবিত্র ধর্ম ইসলামের পক্ষে দাঁড় করাতে পারেন নাই অথচ জীবনাবশানের পর যখন তার প্রতিবদ কারা ক্ষমতা নেই, প্রতিরোধ করার ক্ষমতা নেই, নেই যুক্ত দিয়ে বুঝানোর কোনো ক্ষমতা তখনই তাকে তার ইচ্ছা, দর্শন, বিশ্বসের বিরোদ্ধাচরন করে ইসলামী কায়দায় গোসল দিয়ে কাফন পড়িয়ে জানাজা পড়ে তারই চিরশত্রু ইসলামী বিধি বিধান মতে মুসলমানের কবরস্থ্ই মাটি চাপা দেয়া হল। যারা তার সাথে এই প্রতারনা করেছেন তারা আসলে কি কবির ভক্ত? নাকি কবির শত্রু। তার প্রতিবাদ, প্রতিরোধ ক্ষমতা হারিয়ে গিয়েছে তাই বলে তার সাথে এমন জগন্যতম প্রতারনা করতে হবে কি?