Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যেকোনো দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার বলেন, "প্রধান নির্বাচন কমিশনার আগেই জানিয়েছেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। সেই সময়সীমা ৮ থেকে ১৫ ডিসেম্বর। এ সময়ের মধ্যেই যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।"

এর আগে অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয়, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এই সমন্বিত নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিয়েই আজকের বৈঠকে আলোচনা হয়।

এদিন ভোট গ্রহণের সময় বাড়ানোর কথাও জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তিনি বলেন, "এবার ভোট গ্রহণ এক ঘণ্টা বাড়ানো হবে। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।" সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়ে থাকে।

কমিশন সূত্র জানায়, প্রস্তুতিমূলক কাজ দ্রুত এগিয়ে নেওয়ার লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ, নির্বাচনী লজিস্টিক, নিরাপত্তা পরিকল্পনা এবং মাঠপর্যায়ের সমন্বয় সংক্রান্ত বিষয়ে বৈঠকে বিশেষ জোর দেওয়া হয়েছে।

নির্বাচনী আয়োজনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে প্রার্থী চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে। তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র দাখিল, যাচাই–বাছাই ও প্রত্যাহারের সময়সূচিও প্রকাশ করবে ইসি।