Image description

চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ীর ২৩ লাখ ২১ হাজার টাকার পাম অয়েল তেল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ওসি কেএম মাসুদ রানার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে সংবাদ সম্মেলন করেন আদর্শ গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাদিকুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর সাদিকুল ইসলামের প্রতিষ্ঠান আদর্শ ব্রাদার্স ভান্ডারের ৭৫ ড্রাম পাম অয়েলবাহী একটি ট্রাক রায়গঞ্জ থানা পুলিশ অজ্ঞাত কারণে আটক করে। পরদিন তিনি থানায় গিয়ে ট্রাকটি দেখতে পান। তখন ওসি মাসুদ রানা তাঁকে জানান, প্রয়োজনীয় কাগজপত্র দিলে তেলসহ ট্রাকটি ফেরত দেওয়া হবে।

সাদিকুল ইসলামের দাবি, কয়েকদিন পর ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজ তাকে জানান আদালতের মাধ্যমে ট্রাক ও মালামাল নিজ জিম্মায় নিতে হবে। কিন্তু ২৫ নভেম্বর সিরাজগঞ্জ আদালতে গিয়ে তিনি জানতে পারেন শুধু ট্রাকটি জমা দেওয়া হয়েছে, ১৩ হাজার ৯৫০ কেজি পাম অয়েল তেল জব্দ দেখানো হয়নি। এর পরের দিন (২৬ নভেম্বর) সাদিকুল ইসলাম আদালতে ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজকে আসামি করে মামলা করেন।

সাদিকুল ইসলাম অভিযোগ করেন, আমার ২৩ লাখ টাকার তেল কোথায় গেল—তার সুষ্ঠু তদন্ত চাই এবং তেল ফেরতের দাবি জানাচ্ছি।

তবে অভিযোগ অস্বীকার করে ওসি কেএম মাসুদ রানা বলেন, ডাকাতির ঘটনায় ট্রাক ও মালামাল জব্দ করা হয়েছিল। প্রকৃত মালিকেরা আদালতের মাধ্যমে প্রমাণ দিয়ে তাদের মালামাল নিয়ে গেছে। তার বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলা সম্পর্কে জানতে চাইলে সদুত্তর পাওয়া যায়নি।

সাদিকুল ইসলাম তার ২৩ লাখ টাকার তেল কোথায় গেল—তার সুষ্ঠু তদন্ত এবং তেল ফেরতের দাবি জানান।