Image description
 

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নিহত ১১৪ জন অজ্ঞাত শহীদের মরদেহ উত্তোলন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. সিবগত উল্লাহ আজ রবিবার (৭ ডিসেম্বর) সকালে কবরস্থানে এসে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এ তথ্য জানান।

 

মরদেহ শনাক্ত ও পরিবারের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে এই উত্তোলন কার্যক্রম আন্তর্জাতিক প্রটোকল মেনে পরিচালিত হচ্ছে। সিআইডি প্রধান জানান, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে শহীদের পরিচয় নির্ধারণ করা হবে। এ কাজে ফরেনসিক বিশেষজ্ঞ লুই ফন্দেব্রাইডারসহ ফরেনসিক নৃবিজ্ঞানীদের একটি দল অংশ নিচ্ছেন।

 
 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আন্দোলনের সময় নিহত এই শহীদের মরদেহ গত বছর রায়েরবাজারে অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয়। মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করার জন্য ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষা অপরিহার্য। শনাক্তকরণের পর মরদেহ যথাযথ মর্যাদায় পুনরায় দাফন করা হবে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে শহীদের পরিচয় নিশ্চিতকরণ ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি পরিবারের প্রতি সহমর্মিতা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।