Image description
 

অধ্যাদেশ জারির দাবিতে আবারও রাস্তায় নামছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকায় এবং অধ্যাদেশ জারিতে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় আজ শিক্ষাভবন ঘেরাও কর্মসূচিতে পালন করেবেন তারা। শিক্ষার্থীদের এক দফা দাবি—অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে।

শিক্ষার্থীদের মতে, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশ প্রণয়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দেড় লক্ষাধিক শিক্ষার্থী মারাত্মক সমস্যায় পড়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত আইনটির ওপর অনলাইনে মতামত নেওয়ার পর তিন দফা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এতে শিক্ষার্থীদের উদ্বেগ আরও বেড়েছে।

 

আজকের কর্মসূচি প্রসঙ্গে আন্দোলনকারীরা জানান, অধ্যাদেশ না জারি হলে রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় শিক্ষা ভবনের দিকে পদযাত্রা এবং পরবর্তীতে টানা অবস্থান কর্মসূচি পালন করা হবে।

 

এর আগে ঢাকা কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সাত কলেজকে কেন্দ্র করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া আটকে আছে। পরিচয় সংকট ও একাডেমিক অনিশ্চয়তায় আমরা বিপাকে পড়েছি। আমাদের একমাত্র দাবি—অধ্যাদেশ।

 

গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।