Image description

মামলা চলমান সীমানা-সংক্রান্ত অন্তত ২৭ আসনের। এরই মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তোড়জোড়। এ উপলক্ষে আগামী রোববার (৭ ডিসেম্বর) বৈঠক। সেখানেই চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ।

এ ব্যাপারে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ স্ট্রিমকে জানান, ভোটগ্রহণের সম্ভাব্য কয়েকটি দিন নিয়ে কমিশনের মধ্যে আলোচনা চলছে। ৭ ডিসেম্বর কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখানে ভোটের দিনক্ষণ চূড়ান্ত হবে। এরপর আগামী সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

সূত্র জানায়, ইসির চিন্তায় তফসিল ঘোষণার জন্য ডিসেম্বরের ৫, ৮ ও ১১ তারিখ ছিল। তবে সংসদ নির্বাচনের সঙ্গে একই দিন গণভোট যুক্ত হওয়ায় প্রস্তুতির কলেবর বেড়ে যায়। ব্যালট পেপার, গোপনকক্ষ, নিরাপত্তা, সরঞ্জাম ও বাজেট– সবকিছু নিয়ে বাড়তি পরিকল্পনার জন্য তফসিলের দিন চূড়ান্ত করা সম্ভব হয়নি। বাকি সব প্রস্তুতি গুছিয়ে নেওয়ায় কমিশনের আগামী বৈঠকে এটি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

গত রোববার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, জাতীয় নির্বাচন এবং গণভোটের ব্যালট পৃথক বাক্সে নেওয়া হবে। তবে এ ব্যাপরে আব্দুর রহমানেল মাছউদ বলেন, একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন হচ্ছে। অপচয় এড়ানো এবং নতুন জটিলতা যেনো না আসে, সেজন্য একই বাক্সে দুটি ব্যালট রাখার পরিকল্পনা রয়েছে। কক্ষে প্রবেশ, যাচাইবাছাই একই থাকবে। ভোটাররা আঙুলের ছাপ দিয়ে দুটি ভিন্ন রঙের ব্যালট নিয়ে যাবেন। ভোটদান শেষে আলাদাভাবে ভাজ করে একই বাক্সে ফেলবেন।

গণনায় অতিরিক্ত সময় লাগবে কিনা– প্রশ্নে তিনি বলেন, ভোট গণনার জন্য বাড়তি জনবল নিয়োগ দেওয়া হবে। হিসাব করে দেখেছি, সাধারণ একটি কেন্দ্রে দুই থেকে তিনি হাজার ভোটার থাকেন। দুটি রঙের এসব ব্যালট আলাদা করতে সর্বোচ্চ আধা ঘণ্টা লাগবে। একই বাক্সে দুটি ব্যালট জমা করতে আইনে সংশোধনী এনে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলেও জানান আব্দুর রহমানেল।

সারাদেশের ১৩ জেলার ২৭টি আসনে সীমানা-সংক্রান্ত রিট হয়েছে। এর মধ্যে বাগেরহাট-সংক্রান্ত রায়কে মূল বাধা মনে করছে ইসি। তবে কমিশন সূত্র বলছে, এই মামলার সঙ্গে বাগেরহাটের চারটি এবং গাজীপুরের ছয়টি আসন জড়িত। অর্থাৎ এক মামলায় ১০টি আসনে তফসিল বাধাগ্রস্ত হতে পারে।

এ ব্যাপারে ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, ‘আমার জানা মতে, পেন্ডিং মামলা তফসিল ঘোষণায় কোনো বাধা সৃষ্টি করবে না।’ স্ট্রিমকেও একই কথা জানালেন ইসি আব্দুর রহমানেল। তিনি বলেন, ‘আদালত থেকে কোনো আসনে তফসিল দিতে এখন পর্যন্ত বাধা নেই। তাই তফসিল দিতে সমস্যা হবে না।’