Image description

লটারিতে দেশের সব জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগের পর এবার লটারিতে দেশের ৫২৭ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর।

এআইজি শাহাদাত হোসেন বলেন, ওসি নিয়োগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে লটারি করা হয়।

এর আগে, পুলিশ সদর দপ্তর 'সৎ ও নিরপেক্ষ' পরিদর্শকদের খোঁজ করে একটি তালিকা তৈরি করে। তাদের মধ্য থেকে এবং কর্মরত ওসিদের মধ্য থেকে রদবদল করে নতুন দায়িত্বপ্রাপ্তদের নির্বাচন করা হয়।

পুলিশের সূত্র জানায়, দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে ৫২৭টি বিভিন্ন জেলায় এবং ১১০টি বিভিন্ন মহানগর এলাকায়। 

জেলা পর্যায়ে ঢাকা রেঞ্জে ৯৮ জন, চট্টগ্রামে ১১১ জন, খুলনায় ৬৪ জন, ময়মনসিংহে ৩৬ জন, বরিশালে ৪৬ জন, সিলেটে ৩৯ জন, রাজশাহীতে ৭১ জন এবং রংপুরে ৬২ জন ওসি নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত ওসিদের তালিকা বাস্তবায়নের জন্য রেঞ্জ অফিসে পাঠানো হয়েছে।

তবে, ১১০ মেট্রোপলিটন থানায় ওসি নিয়োগের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এআইজি।