Image description

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে একটি ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতের সংখ্যা কমপক্ষে ১০ জন ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ ব্রিজের ওপর ঢাকাগামী লেনে একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অনেকে। তবে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে জানাতে পারেনি শিবচর হাইওয়ে থানা পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছে পুলিশের টিম।

প্রতাপ দাস নামের এক ব্যক্তি জানান, আমি অন্য একটি গাড়িতে করে যাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ করে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেলো। দুর্ঘটনায় বাসের সামনের দিকের যাত্রীদের হতাহত হওয়ার শঙ্কা বেশি।

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, আমাদের পুলিশ উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছে। আহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিন জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি। বাসটি ঢাকা যাচ্ছিল।