Image description

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে নারী-পুরুষ, শিশুসহ ভারতে আটক ১২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। 

শুক্রবার বিকেলে উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়। বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বিওপি সীমান্ত এলাকার প্রায় ১০০ গজ অভ্যন্তরে ১৪৭ নং পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। 

বিজিবি জানায়, ফেরত আসা ব্যক্তিদের বাড়ি খুলনা, রাজবাড়ী, সিরাজগঞ্জ, বাগেরহাট ও কুষ্টিয়া জেলায়। তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের প্রবেশ করেছিল। ভারতীয় পুলিশ তাদের আটক করে। তাদের গাংনী থানায় হস্তান্তর করেছে বিজিবি। 

গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসা ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।