Image description

গত ৭২ ঘণ্টায় কুড়িগ্রামের বিভিন্ন থানায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালানো ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগে বিশেষ অভিযানে ৫১ জনকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রামের পুলিশ মিডিয়া সেল জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশ নাশকতাবিরোধী বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক লকডাউনে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনকে গ্রেপ্তার করেছে। এ নিয়ে গত ৭২ ঘণ্টায় কুড়িগ্রামের বিভিন্ন থানায় নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালানো ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগে বিশেষ অভিযানে ৫১ জনকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন, নাগেশ্বরী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ লিটন মিয়া, কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ি ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির মোহাম্মদ (৫৫), রৌমারী সরকারি ডিগ্রি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সুজন (৩৯), রৌমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মো. ইমরান হোসেন (২৭), উপজেলা যুবলীগের সদস্য মো. রেজাউল করিম (৪২), কুড়িগ্রাম সদর ৫ নং ভাঙ্গামোড় ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নুর ইসলাম ওরফে মাইনাস (৫২), ১ নং ফুলবাড়ী উপজেলা শাখা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হক মন্ডল (৩৮), ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. সুমন পোদ্দাদ (৩৭), রাজারহাট ৮ নং ওয়ার্ড ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোপাল চন্দ্র বসুনিয়া (৬০), ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জহির উদ্দিন (৪০), নাগেশ্বরী মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি আশরাফুল আলম (৪২) ও রায়গঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়া (৪৫)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল মো. আশরাফুল আলম (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে কুড়িগ্রামের বিভিন্ন থানায় নাশকতা সৃষ্টি ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগে গত তিন দিনে বিশেষ অভিযানে ৫১ জন অপরাধীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান নিয়মিত চলমান থাকবে।