Image description
 

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

 

গতকাল বৃহস্পতিবার রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ কর্নেল নকীব হলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২০তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। তিনি রেজিমেন্টের সব সদস্যকে আধুনিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন।

 

এছাড়াও, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান রেজিমেন্টের নিম্নলিখিত বিষয়গুলোর ওপর আলোকপাত করেন: প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা।

এর আগে সেনাপ্রধান বিআইআরসি সম্মেলনকক্ষে পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); কমান্ড্যান্ট, বিআইআরসি এবং জিওসি, ১১ পদাতিক ডিভিশনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে আর্টডক এবং বিআইআরসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ইউনিটের অধিনায়করা উপস্থিত ছিলেন।