Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে ককটেল বিস্ফোরণে সরকারি কর্মকর্তা জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে  টিএসসি মোড়ে ঘটনাটি ঘটে।
 
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর আলম জানিয়েছেন, টিএসসি এলাকা দিয়ে আজিমপুরের বাসায় যাওয়ার পথে কে বা কারা ককটেল নিক্ষেপ করে এতে বিস্ফোরিত হয়ে তার পিঠে স্প্লিন্টার লেগে আহত হন। পরে চিকিৎসার জন্য রাত পৌনে ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আসেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, আহত ব্যক্তির জরুরি বিভাগে চিকিৎসা চলছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, তার অবস্থা গুরুতর নয়, সামান্য আহত হয়েছে।

আহত জাহাঙ্গীর আলম পেশায় মাদ্রাসা অধিদফতরের সহকারী পরিচালক। তার গ্রামের বাড়ি গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায়। তার বাবার নাম মৃত মমতাজ আলী চাকলাদার। বর্তমান থাকেন তিনি আজিমপুর সরকারি কোয়াটারে।