Image description

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে এলাকায় ৪ নম্বর রেললাইনে ডাম্পিংয়ের জন্য রাখা দুটি বগির একটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। 

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, তেজগাঁও রেলস্টেশন চলাচলবিহীন ৪ নম্বর লাইনে বছর দেড়েক আগে ভৈরবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি বগি সেখানে ড্যাম্পিংয়ের জন্য রাখা হয়েছিল। সেই বগির দুটির মধ্যে একটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই আগুন নেভানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানার নিজস্ব নিরাপত্তা লোকজন দুজন টোকাইকে আটক করে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।