Image description
দেশ জুড়ে নিরাপত্তা জোরদার, বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

দেশ জুড়ে চাপা উদ্বেগ-আতঙ্ক। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণের তারিখ ঘিরে কয়েকদিনের বিক্ষিপ্ত সহিংসতার আলামত এই উদ্বেগ তৈরি করেছে। বাস, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনায় আগুন-ককটেল নিক্ষেপের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। বৃহস্পতিবার হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন আওয়ামী লীগের নেতারা ঢাকায় লকডাউন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ঘোষণার পর কয়েকদিন ধরে গাড়িতে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকার সড়কে বাড়তি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের জন্য গতকাল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেনাসদরে চিঠি দেয়া হয়েছে। 

উদ্বেগ আতঙ্কের কারণে গতকাল রাজধানীতে সাধারণ মানুষ ও যান চলাচলের পরিমাণ ছিল অন্য দিনের চেয়ে কম। বিশেষ করে রাতে চলাচল কমে যায়। এতে দুর্ভোগে পড়েন ঘরমুখো মানুষ। উদ্বেগ-আতঙ্কের কারণে রাজধানীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেয়ার তথ্য জানিয়েছে। 
শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণের তারিখ ঘোষণাকে ঘিরে গত কয়েকদিন ধরে অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, অন্তত ২০টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া কিছু স্থাপনায় অগ্নিসংযোগ করা হয়েছে। বেশ কিছু স্থান থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ১৩ই নভেম্বর লকডাউন ঘোষণার পর থেকেই পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। দলটির নেতাকর্মীরাও এ নিয়ে প্রচার-প্রচারণা চালান। তারপর থেকেই নাশকতার আলামত পাওয়া যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথম দিকে বিষয়টি গুরুত্ব না দিলেও সময়ের সঙ্গে সঙ্গে তারাও সতর্ক অবস্থানে রয়েছেন। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার নজরদারি চলছে। সাদা পোশাকের সদস্যসহ দেশ জুড়ে বিপুলসংখ্যক পুলিশ, ডিবি, র‌্যাব সদস্য দিয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা ও আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সেনাবাহিনীর টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। থানায় থানায় দেয়া হয়েছে কড়া বার্তা। সারা দেশ থেকেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে দেশবাসীর জন্য নানা পরামর্শ দেয়া হচ্ছে। মেসে বাসায় হোটেলে নতুন অতিথি যাচাই-বাছাই করে তোলার কথাও বলা হয়েছে। সবমিলিয়ে আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের পর কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রায় ঘোষণার দিন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপি’র ৫০ থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় ইতিমধ্যে ঘটনা ঘটেছে সেখানেও বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। 
ওদিকে পলাতক ফ্যাসিস্টের পক্ষে সহিংসতা করে নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে বলে অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া দলগুলো অভিযোগ করছে। তারা এ ধরনের যেকোনো তৎপরতা রুখে দিতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে।  

পুলিশের সূত্র বলছে, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ ও যানবাহন এবং স্থাপনায় অগ্নিসংযোগের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। প্রধান উপদেষ্টার বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট, সচিবালয়সহ প্রধান প্রধান সরকারি অফিসগুলোতে পুলিশের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও রাজধানীর বনানী, উত্তরা, বাড্ডা, পল্টন ও ধানমণ্ডিসহ বিভিন্ন এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কূটনৈতিক পাড়াসহ ধানমণ্ডি ৩২ নম্বরসহ সম্পূর্ণ ধানমণ্ডি এলাকায় নজরদারি করা হচ্ছে। ওই এলাকায় কার্যক্রম নিষিদ্ধ একটি দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার ঘটনা যেন না ঘটতে পারে, সেজন্য গত দুইদিন ধরেই সেখানে পুলিশের ব্যারিকেড দেয়া হয়েছে। সন্দেহজনক যান চলাচল দেখলে পুলিশ ব্যারিকেডে আটকে তল্লাশি করছে। এদিকে, নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীসহ ঢাকায় ১২ প্লাটুন ও আশপাশের জেলায় দুই প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের ঘোষিত ১৩ই নভেম্বরের লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই। যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি বা অপতৎপরতার চেষ্টা করছে, আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে তাদের দমন করা হবে। তিনি বলেন, আমরা রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের পাশাপাশি তাদের নেপথ্যে যারা রয়েছে, তাদেরও গ্রেপ্তর করছি। আজকেও ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন উসকানি ও নির্দেশনা দিচ্ছে, তাদের বিষয়ে ডিবি সতর্ক রয়েছে। আমরা দেখছি, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন উসকানি ও নির্দেশনা দেয়া হচ্ছে তবে রাজপথে তাদের দেখা যায় না। এমনকি একজন নিরীহ রিকশাওয়ালাকে ৫০০ টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছে, পরে সেই ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে। বিশ্লেষণ করে দেখা গেছে, ওই রিকশাচালকের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। এভাবে সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে, যা ডিবি কঠোরভাবে দমন করছে। আমরা আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এ ধরনের অপতৎপরতা দমন করবো। নাগরিকদের অনুরোধ করছি, গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করুন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অন্তত ১২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরমধ্যে ময়মনসিংহের ফুলবাড়ী এলাকায় আলম পরিবহন নামে একটি বাসে আগুনের ঘটনায় ঘুমন্ত অবস্থায় এক হেলপারের মৃত্যু হয়েছে। রাজধানীর উত্তরা, রায়েরবাগ, যাত্রাবাড়ী ও সোনারগাঁও জনপথ, ধানমণ্ডি সায়েন্সল্যাব, মিরপুর, বাড্ডা ও বসুন্ধরার ১০০ ফিট এলাকায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যদিও ঢাকার এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর বাইরে মঙ্গলবার রাত, বুধবার সারাদিন ও রাতে আরও একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হন। মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একইভাবে ককটেল ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একইদিন ভোরে মোহাম্মদপুরে সরকারের একজন উপদেষ্টার ব্যবসাপ্রতিষ্ঠানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। সেন্ট যোসেফ স্কুল ও চার্চেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া মঙ্গলবার মধ্যরাতে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের গেটে দু’টি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ডিএমপি জানায়, রাজধানীতে নাশকতার অভিযোগে গত তিনদিনে ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। তারা ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে টাকার বিনিময়ে ঢাকায় নাশকতার করার চেষ্টা করছে দাবি- পুলিশের। মঙ্গলবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে চোরাগুপ্তা মিছিল ও নাশকতার অপচেষ্টা করছে। অক্টোবর থেকে ১১ই নভেম্বর পর্যন্ত রাজধানীতে ১৪টি ঝটিকা মিছিল হয়েছে এবং ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কমিশনার বলেন, এদের বেশির ভাগই ঢাকার বাইরে থেকে এসেছে। টাকার বিনিময়ে তারা মিছিলে অংশ নেয়, তারপর ঢাকার বাইরে চলে যায়। এ সব মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। অল্পবয়সী তরুণদের হেলমেট ও মাস্ক পরিয়ে ককটেল বিস্ফোরণের কাজে ব্যবহার করা হচ্ছে।

কথিত লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তা শঙ্কায় শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষও উদ্বিগ্ন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাসেও অগ্নিসংযোগ করা হয়েছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার (১২ ও ১৩ই নভেম্বর) সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে। বিশ্ববিদ্যালয়গুলো সশরীরের পরিবর্তে অনলাইনে ক্লাস নিচ্ছে। দুইদিন পর আবার সশরীরে ক্লাস নেয়া হতে পারে বলেও শিক্ষার্থীদের জানানো হয়েছে। তবে শিক্ষার্থীদের দেয়া নোটিশে বিশ্ববিদ্যালয়গুলো নিরাপত্তা শঙ্কার পরিবর্তে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করেছে। সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ করে অনলাইনে ক্লাস নেয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইস্টার্ন ইউনিভার্সিটি এবং সোনারগাঁও ইউনিভার্সিটি। এর মধ্যে কিছু বিশ্ববিদ্যালয় শুধু বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেবে। আর কিছু বিশ্ববিদ্যালয় বুধ ও বৃহস্পতিবার দু’দিন অনলাইনে ক্লাস নেয়ার নোটিশ দিয়েছে।

সারাদেশে নাশকতা: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকার ভোল্টের কোনো ধরনের ক্ষতি হয়নি। কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে সেটাও জানা যায়নি। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্ট থেকে দু’টি পেট্রোল বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। বুধবার ভোর আনুমানিক পাঁচটার দিকে নগরীর ইউনিয়নের কুচলিবাড়ী এলাকায় অবস্থিত রিসোর্টটিতে এ ঘটনা ঘটেছে। গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রায় পাঁচ মাস আগেও নিসর্গ রিসোর্টে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ফরিদপুরের ভাঙ্গায় লকডাউনকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতকৃত পেট্রোল বোমা, ককটেল, গান পাউডার ও হাতবোমা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়। কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের একটি বাসে হঠাৎ দুর্বৃত্তরা বাসটির পেছনের বাম পাশের জানালা দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে বাসের সিটে ঘুমিয়ে থাকা হেলপার চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের মানুষ ও ডিউটিরত পুলিশ দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই হেলপার। খুলনার খালিশপুরে পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুরে পৃথক তিন স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার শ্রীপুর, মহানগরীর ভোগড়া বাইপাস ও চক্রবর্তী এলাকায় এসব অগ্নিসংযোগ করা হয়। তিনটি ঘটনায় বাসগুলো পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীর মিরপুর ১ নম্বরে অবস্থিত সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার শাহ আলী থানার ডিউটি অফিসার রিপন জানান, দুপুর সাড়ে ১২টার পর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকার সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন বলে জানা গেছে। এর আগে ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে বাসে আগুনের ঘটনা ঘটে। রাজধানীর উত্তরায় জসীম উদ্দিন রোডে একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, দু’টি মোটরসাইকেলে চারজন এসে পরপর দুটি পেট্রোল বোমা প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতে দু’টি মোটরসাইকেল এসে একটি রাউন্ড দিয়ে প্রিপারেটরি স্কুলের সামনে থেমে যায়। এদের মধ্যে দু’টি মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট বাকি দু’জনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ছিল। এরপর একটি মোটরসাইকেল থেকে নেমে একজন পেট্রোল বোমায় আগুন ধরিয়ে দু’টি বোমা স্কুল লক্ষ্য করে নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকার কন্টেইনার পোর্ট রোডে অবস্থিত আস-সুন্নাহ হলের সামনে দু’টি ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার দিনগত মধ্যরাতে এই ঘটনা ঘটে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের কম্পাউন্ডের ভেতর থেকে ককটেল-সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে সেগুলো নিষ্ক্রিয় করে। বুধবার রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে বাসে আগুন লাগার সংবাদ  পেয়ে ফায়ার সার্ভিস সেখানে যায়।