Image description
 

রাজধানীর ধোলাইরপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে চলন্ত একটি বাসে আগুন লেগেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট সেখানে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় দোলাইরপাড়ের ইয়ানজিন রেস্তোরাঁর সামনে এক্সপ্রেসওয়ের লেনে বাসটি আগুনে জ্বলছে। ভিডিওতে স্থানীয়দের কারও কারও মুখে শোনা যায়, বাসটিতে “অগ্নিসংযোগ করা হয়েছে।”

 

তবে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি যান্ত্রিক ত্রুটির কারণেও ঘটতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

 

বুধবার রাজধানীর চারটি স্থানে বাস ও বাহনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
এর মধ্যে মিরপুরে সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়।
অপরদিকে কাকরাইলে রমনা থানার সামনে একটি পুলিশ পিকআপ ভ্যান এবং উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগে।

সব ঘটনাতেই ফায়ার সার্ভিস দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।