Image description
 
ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সরকারের সঙ্গে সরকার (জিটুজি) ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
 
বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলনকক্ষে অর্থনৈতিক বিষয়াদি সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৩৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
 
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক উপস্থাপিত প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়, যাতে ২০০৬ সালের সরকারি ক্রয় আইন-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর প্রাসঙ্গিক বিধান অনুযায়ী স্বল্পমেয়াদি ভিত্তিতে সরকারের সঙ্গে সরকার (জিটুজি) পদ্ধতিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি কেনার প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তাব করা হয়।
 
এদিন অর্থনৈতিক বিষয়ক কমিটির সভায় বাণিজ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জ্বালানি এবং নৌপরিবহণসহ চারটি গুরুত্বপূর্ণ খাতের মোট চারটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
 
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, প্রস্তাবগুলো উপস্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং নৌপরিবহণ মন্ত্রণালয়।
 
কমিটি নীতিগতভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, নিলামের মাধ্যমে ক্রয়কৃত পাঁচ বছরের বেশি পুরোনো মোটরযান মুক্তির প্রস্তাবে অনুমোদন দেয়।
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রস্তাব অনুযায়ী, গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলে একটি ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপনের জন্য নীতিগত অনুমোদনও দেওয়া হয়।
 
এছাড়া নৌপরিবহণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ডেনমার্কের এপিএম টার্মিনালস বিভির মধ্যে ‘পিপিপি মডেলে চট্টগ্রাম বন্দরে লালদিয়া কনটেইনার টার্মিনাল স্থাপন ও পরিচালনা’ প্রকল্পের জন্য কনসেশন চুক্তির নীতিগত অনুমোদন দেওয়া হয়।
 
প্রকল্পটি ৪৮ বছর মেয়াদে নকশা, নির্মাণ, অর্থায়ন, পরিচালনা ও হস্তান্তর (ডিবিএফওটি) কাঠামোর অধীনে বাস্তবায়িত হবে। এর মধ্যে মূল কনসেশন সময় থাকবে ৩৩ বছর এবং অতিরিক্ত ১৫ বছরের সম্প্রসারণকাল।