ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কয়েক ধাপে আয়োজিত এই সংলাপে অংশ নেবে কমিশনের নিবন্ধিত দলগুলো। রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি নিশ্চিত করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ইসি সচিব নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপের কথা বলার পরে নিবন্ধিত দল হিসেবে জাতীয় পার্টির সঙ্গেও সংলাপ করার সম্ভাবনা রয়েছে। তবে কিছু রাজনৈতিক দলের আপত্তি থাকায় জাতীয় পার্টি ও ১৪ দলীয় শরিকদের আমন্ত্রণ জানানো হবে কি না, তা নিয়ে কমিশনের অভ্যন্তরে আলোচনা চলছে। এ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ইসি।
জানা যায়, বর্তমানে দেশে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩টি। তবে গত বছরের ৫ আগস্টের পটপরিবর্তনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে এই আলোচনায় আমন্ত্রণ জানানো হচ্ছে না। অন্যদিকে জাতীয় পার্টি ও ১৪ দল শরিকদেরও ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে আসছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। অপরদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ডাক পায়নি জাতীয় পার্টি। ফলে ১৪ দলীয় জোটভুক্ত দলগুলো আমন্ত্রণ পায় কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, নিবন্ধিত প্রতিটি দলকেই আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। সে হিসেবে জাতীয় পার্টি যেহেতু ইসির নিবন্ধিত দল, সে হিসেবে তাদেরও সংলাপে ডাকার কথা রয়েছে। তবে জাতীয় পার্টি ও ১৪ দলের ব্যাপারে বেশ কিছু রাজনৈতিক দলের আপত্তি রয়েছে, সেজন্য নির্বাচন কমিশন হয়তো আলোচনা করে যেকোন সিদ্ধান্ত নিতে পারেন। এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধন থাকায় জাতীয় পার্টিকেও ডাকা হবে।
ইসি সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সকাল ও বিকেলে দুই বেলা করে সংলাপ হবে। সংলাপের অংশ হিসেবে এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ১২টি দলের প্রধানের কাছে বিশেষ বাহকের মাধ্যমে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করছে ইসি সচিবালয়। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সংলাপে প্রতিটি দল সর্বোচ্চ তিনজন প্রতিনিধি পাঠাতে পারবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হতে যাওয়া এ সংলাপে ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রথম পর্বে অংশ নেবে—লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দ্বিতীয় পর্বে অর্থাৎ দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত আলোচনায় বসবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।
প্রসঙ্গত, ইসি ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে কমিশনের।