পটুয়াখালীর কলাপাড়ায় সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকারের পর রান্না করে খাওয়ার অপরাধে বায়েজিদ আমীন (২৭) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। দণ্ডপ্রাপ্ত যুবক বায়েজিদ আমীন ওই এলাকার মো. মাসুম বিল্লাহর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বায়েজিদ আমীন ২০টি সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকার করে তা রান্না করে খাওয়ার ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বন বিভাগ ও প্রশাসনের নজরে আসে। পরবর্তীতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারা অনুযায়ী তাকে ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, বন্যপ্রাণি আমাদের জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। সংরক্ষিত পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এ ধরনের অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান অব্যাহত রাখবে।
অভিযানে কলাপাড়া রেঞ্জের বন কর্মকর্তা প্রসিকিউশন দাখিল করেন এবং অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী সংগঠনের সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় পরিবেশ ও প্রাণীপ্রেমীরা এমন পদক্ষেপের জন্য উপজেলা প্রশাসন ও বন বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন।