Image description
 

বাংলাদেশে ৯৭ দশমিক ২ শতাংশ তরুণ আসন্ন নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক বলে জানিয়েছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার।

 
 

বুধবার রাজধানীর মহাখালীতে সংস্থাটির প্রধান কার্যালয়ে ইয়ুথ ম্যাটারস সার্ভে-২৫ এর জরিপের তথ্য প্রকাশ অনুষ্ঠানে তারা এই তথ্য তুলে ধরে।

 

সংস্থাটির জরিপে জানা যায়, দেশের ৯৭ দশমিক ২ শতাংশ তরুণ আসন্ন নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক। তারমধ্যে ১৯ দশমিক ৬ শতাংশ বিএনপিকে আর  ১৬ দশমিক ৯ শতাংশ তরুণ ভোট দিতে চায়। আর এনসিপিকে ৩ দশমিক  ৬ শতাংশ আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগকে ভোট দিতে চায় ৯ দশমিক ৫ শতাংশ তরুণ।

 

জরিপে সংস্থাটি জানায়, আসন্ন নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নির্বাচনে অংশ নিলে ৫৬ দশমিক ৯ শতাংশ তরুণ ভোট দিবেন না। আর ৪৩ শতাংশ ভোট দিবেন। এর মধ্য আওয়ামীলীগের ২০ শতাংশ তরুণ ভোটার বিএনপিকে ভোট দিতে চায়। আর জামায়াতকে দিতে চাই ১৭ দশমিক ৮ শতাংশ। এনসিপিকে ৩ দশমিক ৩ শতাংশ

 

নির্বাচনে স্বচ্ছতার বিষয়ে সরকারের প্রতি আস্থা নেই ৪৯ শতাংশ তরুণের।

 

জরিপে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে সংস্থাটি জানায়, দেশের ৬২ দশমিক ৩ শতাংশ তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে। আর টেলিভিশন থেকে ১৯ শতাংশ তরুণ তথ্য সংগ্রহ করে।