চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি তারিক সাইফ মামুন আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।
মামুন হত্যার ঘটনায় ৫ জনকে আটকের পর বুধবার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
শফিকুল ইসলাম জানান, মামুনকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন-মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সাথে জড়িত কী না তা খতিয়ে দেখছে গোয়েন্দারা।
তিনি জানান, হত্যার জন্য মাত্র ২ লাখ টাকায় শ্যুটারদের ভাড়া করেন মামুনের এক সময়ের সহযোদ্ধা রনি। এই হত্যায় এখন পর্যন্ত ৯ জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরে রনির বাসায় হয় পরিকল্পনা।
এর আগেও একাধিকবার মামুনকে হত্যার পরিকল্পনা করে রনি এ কথা জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান বলেন, কিলিং মিশনে সরাসরি অংশ নেয় ফারুক ওরফে কুত্তা ফারুক এবং রবিন। ওই দুজন ছাড়াও শামীম, ইউসুফ ও রুবেল এ হত্যার সঙ্গে জড়িত।
এদিকে, গত বছরের ৫ আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসী জামিন পেয়ে অপকর্ম করছে তাদের বিষয়েও গোয়েন্দা পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।