Image description

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার তারিখ আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্ধারণ হতে পারে। এই আশঙ্কাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি বাড়ানো হয়েছে।

আজ বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। বাংলামোটর মোড়ে দেখা গেছে, মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই ও গন্তব্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পথচারীদের ব্যাগ তল্লাশি করতেও দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

নিরাপত্তা জোরদার করতে ঢাকা মহানগরীসহ আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শীর্ষনিউজ