অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে ফেসবুকে আদালত অবমাননাকর মন্তব্য করার অভিযোগে আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদের কাছে ব্যাখ্যা চেয়েছে আপিল বিভাগ। বুধবার (১২ নভেম্বর) সকালে এ বিষয়ে শুনানির সময় আদালত তার ব্যাখ্যা তলব করেন।
এদিন আপিল বিভাগ অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা বিষয়ক মামলার পরবর্তী শুনানির জন্য ২৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও রিটকারী পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে। এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, রিটকারী শুনানির সীমা অতিক্রম করেছেন। পরে পরিস্থিতি শান্ত করতে প্রধান বিচারপতি উভয় পক্ষকে সংযত থাকার নির্দেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। তবে হাইকোর্ট রিটটি খারিজ করে মন্তব্য করেন যে, দেশের জনগণই সরকারের বৈধতা দিয়েছে, তাই এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যায় না। পরে ওই আদেশের বিরুদ্ধে মহসিন রশিদ আপিল বিভাগের কাছে অনুমতি চান।
শীর্ষনিউজ