Image description

আজ রবিবার (২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে একযোগে কয়েকটি সংগঠনের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে বেশ কয়েকটি প্রধান সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে কোথাও কোথাও ব্যাপক জনভোগান্তি ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতির জন্য ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ এবং স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে প্রেস ক্লাব সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে।

এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। এর ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ডিএমপি যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও অনাকাঙ্ক্ষিত এই যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে, সে জন্য দুঃখ প্রকাশ করা হয়।