Image description
 

ফরিদপুরের আলোচিত ডন শরিফ খ্যাত শরীফুল ইসলাম (৩৮) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যদের হাতে গ্রেপ্তার হওয়ার সময় নিজেই বিস্মিত ছিলেন। তিনি গ্রেপ্তারের সময় র‍্যাবকে প্রশ্ন করেন, “স্যার, আমাকে কীভাবে গ্রেপ্তার করলেন? আমাকে তো গ্রেপ্তার করার কথা না।” তার মতে, “ছোট একটা ভুলের” কারণে এই ঘটনা ঘটে।

 

শরিফুল ইসলাম র‍্যাব কর্মকর্তাদের বলেন, “আমার ছোট একটা ভুল হয়েছে। আরওয়ানফাইভ মোটরসাইকেল থাকলে আমাকে গ্রেপ্তার করতে পারতেন না, আপনাদের ওপর দিয়ে চালিয়ে চলে যেতাম।”

শনিবার (১ নভেম্বর) দুপুরে ফরিদপুর র‍্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে র‍্যাব-১০-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহম্মাদ কামরুজ্জামান শরিফুলের গ্রেপ্তারের বিস্তারিত তুলে ধরেন।

 

এর আগে, শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের কবিরপুর এলাকার মৃত ফারুক শেখের ছেলে। গ্রেপ্তারের সঙ্গে তার সহযোগী রায়হান মোল্যা (২৫)কেও আটক করা হয়।

 

র‍্যাব জানিয়েছে, অভিযানের সময় দেড় কেজি গাঁজা, ছিনতাইয়ে ব্যবহৃত একটি খেলনা পিস্তল, সুইচ গিয়ার, ক্ষুর, কাঁচি এবং একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত আরওয়ানফাইভ ব্র্যান্ডের একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। র‍্যাব জানিয়েছে, এটি সম্প্রতি পাবনা থেকে ক্রয়ের নামে ট্রায়াল দেওয়ার সময় পালিয়ে নিয়ে আসা হয়েছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১ অক্টোবর শহরের উত্তর শোভারামপুর এলাকায় এক গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইয়ের ঘটনায় শরিফুল ইসলাম অভিযুক্ত। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে এবং র‍্যাব ছায়াতদন্ত শুরু করে। তদন্তে দেখা গেছে, গ্রেপ্তারের আগে শরিফুল বারবার তার অবস্থান পরিবর্তন করছিলেন।